বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল দুবাই সরকারের গোল্ডেন ভিসা পেয়েছেন। সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় এই ভিসা পাওয়ার খবর নিজেই জানিয়েছেন জাতীয় দলের এই ড্যাশিং ওপেনার। এর আগে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আমিরাতের গোল্ডেন ভিসা পেয়েছিলেন টাইগারদের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
আরও দেখুন- আমিরের ‘লাল সিং চাড্ডা’ ছবির প্রশংসা করায় বিপাকে হৃত্বিক
বাংলাদেশের জিম্বাবুয়ে সফর শেষে দলের সঙ্গে দেশে ফেরেননি তামিম। ব্যক্তিগত কাজে হারারে থেকে উড়াল দিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে। সেখানেই স্থানীয় এক শিল্পপতির মাধ্যমে গোল্ডেন ভিসা হাতে পান তামিম। এরপর ভিসা দেখিয়ে এক ভিডিও বার্তায় দেশসেরা এই ওপেনার বলেন, ‘সম্প্রতি আমি গোল্ডেন ভিসা হাতে পেয়েছি। খুব অল্প সময়ে যথাযথ উপায়ে এই ভিসার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’ সামাজিক যোগাযোগমাধ্যমের ছবিতে দেখা গেছে, সপরিবারে এখন আমিরাতে সময় কাটাচ্ছেন তামিম।
আরও দেখুন- এইচএসসি পাসে অফিসার ক্যাডেট নিচ্ছে নৌবাহিনী
সংযুক্ত আরব আমিরাত সরকার বিভিন্ন দেশের সামাজিক এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দশ বছর মেয়াদী এই গোল্ডেন ভিসা প্রদান করে। এই সময়কালে নির্বিঘ্নভাবে মরুর দেশে ভ্রমণ করতে পারেন ভিসাধারীরা।
ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা, গলফার জিভ মিলখা সিং, সাবেক পাকিস্তানের পেসার ওয়াসিম আকরাম, স্পিনার শোয়েব মালিকদের মত তারকাদেরও আছে এমন গোল্ডেন ভিসা।