এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের। পাকিস্তানের লাহোরে গাদ্দাফী স্টেডিয়ামে আজ নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
এর আগে, এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে বেশ বড় ব্যবধানে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি তাই হয়ে গেছে বাঁচা-মরার লড়াই। এ ম্যাচ জিতলেও অবশ্য পাওয়া যাবে না সুপার ফোর খেলার নিশ্চয়তা। তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকে।
আরও পড়ুন- মির্জা ফখরুল-রিজভীসহ আটজনের বিচার শুরু
এমন কঠিন সমীকরণের ম্যাচে পাকিস্তানের লাহোরে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। শ্রীলঙ্কার ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন আনার কথা জানিয়েছেন তিনি। ওয়ানডে ফরম্যাটে অভিষেক হচ্ছে শামীম পাটোয়ারীর। এছাড়া হাসান মাহমুদ ও আফিফ হোসেন একাদশে ফিরেছেন। তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমান বাদ পড়েছেন।
এদিকে সবাইকে অবাক করে দিয়ে শেখ নাইমের সঙ্গে ব্যাট হাতে আজ বাংলাদেশের হয়ে ইনিংসের সূচনা করেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এর আগে ২০১৮ এশিয়া কাপের ফাইনালেও একবার ম্যাচ ওপেন করেছিলেন তিনি, সেবার অবশ্য তামিম ইকবাল চোটে পড়ায় এমনটা করতে হয়েছিল তাকে।
এদিকে নতুন ওপেনিং জুটিতে খেলতে নেমে আজ শুরুটা ভালোই করেছেন মিরাজ-নাইম। আফগান পেসার ফজলহক ফারুকির প্রথম ওভারেই দুটি চার মেরেছেন নাইম। একই ওভারে ফারুকির করা একটি ওয়াইড বল উইকেটরক্ষকের নাগালের বাইরে দিয়ে চলে যায় বাউন্ডারির বাইরে। সব মিলিয়ে প্রথম ওভারেই ১৪ রান যোগ হয় টাইগারদের সংগ্রহে।
আরও পড়ুন- কালকিনিতে আগুনে ৭ ঘর পুড়ে ছাই
এরপর ইনিংসের দ্বিতীয় ওভারেই বল হাতে আক্রমণে আসেন স্পিনার মুজিব উর রহমান। তাঁর ওভারেও ওয়াইডে পাঁচ রান সহ আসে মোট ৮ রান। এরপর ফারুকির দ্বিতীয় ওভারেও দুইটি চার হাঁকিয়েছেন আগের ম্যাচে বড় ইনিংস উপহার না দিতে পারা নাইম।
এদিকে নাইমের যোগ্য সঙ্গী হিসেবে আজ মিরাজও খেলছেন দুর্দান্ত। দেখেশুনে শুরু করলেও সপ্তম ওভারে ফারুকির বলে দুইটি চার হাঁকিয়েছেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ আট ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান। নাঈম এবং মিরাজ অপরাজিত আছেন যথাক্রমে ২৪ এবং ১৬ রানে।