কোটা সংস্কারের নামে বিএনপি-জামায়াতের ‘অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) বিকালে জেলা ছাত্রলীগ আয়োজিত মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ স্টেশনে গিয়ে শেষ হয। এরআগে উত্তর স্টেশনস্থ জেলা বঙ্গবন্ধু চত্বর এলাকায় প্রতিবাদ সভা করে ছাত্রলীগ।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট রাসেল মাহামুদুর মান্না, এ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, কেন্দ্রীয় যুবলীগ নেতা শামছুল ইসলাম পাটোয়ারী, কৃষক লীগ নেতা সিএম আবদুল্লাহ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ রাকিব হোসেন লোটাস, যুবনেতা শাহ নেওয়াজ হীরা, জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বিএনপি-জামায়াত কোটা সংস্কারের নামে নাশকতা করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, জানমালের ক্ষতি করতে চায়। তাদের উদ্দেশ্য হলো দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা তা কখনো হতে দেবে না। জনগণের জানমাল রক্ষায় এই সহিংসতার বিরুদ্ধে ছাত্রলীগ সতর্ক পাহারায় রয়েছে।