গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

লক্ষ্মীপুরে নিহতদের স্মরণে বিএনপির গায়েবানা জানাজা

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৭, ২০২৪ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশ কর্তৃক নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় লক্ষ্মীপুরে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুলাই) বাদ আছর পৌর শহরের গোডাউন রোডস্থ এলাকায় এ কর্মসূচি পালন করে জেলা বিএনপি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূইয়া, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, মাহবুবুর রহমান লিটন, শাহ আলম এমরান, ছাত্রনেতা হাসান মাহমুদ ইব্রাহীম, দেলোয়ার হোসেনসহ আরও অনেকে।

চলমান কোটা আন্দোলনকারীদের সঙ্গে বিগত কয়েকদিনে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষে ঢাকা, রংপুর ও চট্টগ্রামে ছয়জন নিহত হয়েছেন। এরমধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দুইজন ও রংপুরে একজন নিহত হয়েছেন। আর এ ছয়জনের মধ্যে একজন ছাত্রলীগের কর্মী রয়েছেন।

শীর্ষ সংবাদ নিউজঃ

শীর্ষ সংবাদ নিউজঃ

সর্বমোট নিউজ: 260

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।