biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজXDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশনbiggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাWednesday , 28 September 2022
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • আরব আমিরাতকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

    Link Copied!

    আরব আমিরাতের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতকে হারিয়েছে ৩২ রানে। ২৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পরও আরব আমিরাত সময়ের সাথে সাথে চোখ রাঙালেও বলের সাথে রানের দৌড়ে আর পেরে উঠেনি।

    দুবাইয়ে মঙ্গলবারও টস ভাগ্য সায় দেয়নি। টসে হেরে সিরিজের দ্বিতীয় ম্যাচেও আগে ব্যাটিংয়ে বাংলাদেশ। একাদশ দুই পরিবর্তন নিয়ে মুস্তাফিজ ও শরিফুলের পরিবর্তে তাসকিন ও এবাদত এসেছিলেন একাদশে।

    ব্যাটিংয়ে বাংলাদেশের উদ্বোধনীতে ভরসা সাব্বির-মিরাজ। ফ্রি হিটে দারুণ একটা ছক্কা হাকিয়ে প্রত্যাবর্তনের আশা দেখালেও পরের ওভারেই আশা নিরাশায় পরিনত করে সাব্বির ফিরেন ৯ বলে ১২ রানে। তাকে ঘিরে উঠা সমালোচনা যেন দিলেন আরো উগড়ে। বিশ্বকাপেও তার থাকা নিয়েও শঙ্কা দেখা দিল এর ফলে।

    সাব্বির ফিরে গেলেও মিরাজ-লিটনের দায়িত্বশীল জুটিতে পাওয়ার প্লেতে বাংলাদেশের স্কোরবোর্ডে যোগ হয় ৪৮ রান। ভালো শুরু করে আবারো লিটন ফিরেছেন সেট হয়ে। এই অভ্যেসটা যে তার কবে বদলাবে! তারপরও ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে যোগ হয় ৭৮ রান।

    আয়ান আফজালকে দারুণ ছক্কা হাকিয়ে ১১তম ওভার শুরু করলেও এক বল পরেই আফিফ ফিরে যান। ১০ বলে ১৮ রানেই আজ থেমে যেতে হয় তাকে। উইকেট হারালেও রানের গতি কমতে দেননি মিরাজ-মোসাদ্দেক। তবে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বলি হয়ে মিরাজকে ফিরতে হয় ১৫তম ওভারে। আউট হবার আগে খেলেন ৫ চারে ৩৭ বলে ৪৬ রানের ইনিংস।

    আরও পড়ুন- আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন

    মিরাজ ফেরার পর রানের গতি কিছুটা কমে আসে। মোসাদ্দেকও সাজঘরে ফিরেন ২১ বলে ২৭ রান করে। ইয়াসির রাব্বি আর অধিনায়ক সোহান মাঠে থাকলেও রানের গতি বাড়াতে পারেননি তারা। ১৫ ওভারে ১২৬ থেকে পরের ৪ ওভারে মাত্র ২৯ রান আসে স্কোরবোর্ডে। শেষ বলে নুরুল হাসান সোহানের ছক্কাটা বাদ দিলে, আর তেমন কিছুই ছিল না শেষ ৫ ওভারে। নির্ধারিত ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৬৯। ১০ বলে ১৯ রানে অপরাজিত সোহান, ১৩ বলে ২১ করেছেন ইয়াসির।

    ১৭০ রানের লক্ষ্যে নেমে শুরুতেই আরব আমিরাতকে চেপে ধরে বাংলাদেশী বোলাররা। তাসকিন আহমেদের গতিতে হয়ে যায় ছন্নছাড়া। এর মাঝে চিরাগ সুরিকে ফেরান নাসুম। পঞ্চম ওভারের শেষ দুই বলে দুই ছক্কা হাকিয়ে ধুকতে থাকা আরব আমিরাত যখন খানিকটা স্বস্তির নিঃশ্বাস ছাড়বে, তখনই তাসকিনের আঘাত তাদের দূর্গে। পাওয়ার প্লেতে মাত্র ২ উইকেট হারিয়ে ২৮ করে আরব আমিরাত।

    পাওয়ার প্লের পরে প্রথম ওভারে মোসাদ্দেককে বোলিংয়ে আনেন অধিনায়ক নুরুল হাসান। এসেই জোড়া আঘাত মোসাদ্দেকের। টানা দুই বলে ফেরান আরইয়ান লাকড়া আর ভৃত্য আরবিন্দকে। পরের ওভারে প্রায় সাড়ে ৩ বছর পর সাব্বির ফিরেছেন বল হাতে। ১০ ওভার শেষে আরব আমিরাত সংগ্রহ করে ৫২ রান। বাকি ১০ ওভারে তখনো প্রয়োজন ১১৮ রান।

    তবে এরপরই নিয়ন্ত্রণ হারায় বোলাররা। শুরুতে ব্যাকরণ মেনে ব্যাট করলেও সময়ের সাথে সাথে আগ্রাসী হয়ে উঠে বাসিল হামিদ ও অধিনায়ক রিজওয়ানের জুটি। ৭২ বলে ৯০ রান আসে এই জুটি থেকে। অবশেষে ইবাদতের বলে বাসিল হামিদের বিদায়ে এই জুটি ভাঙে। তবে শেষ পর্যন্ত খেলে আসেন অধিনায়ক রিজওয়ান। তিনি অপরাজিত থাকেন ৩৬ বলে ৫১ রানে। আরব আমিরাতের ইনিংস থামে ৫ উইকেট ১৩৭ রানে।

    আজও বল হাতে সব উজ্জ্বলদের ভিড়ে খানিকটা যেন ধূসরতা আটকে আছে সাইফুদ্দীনে। গত ম্যাচে ৪০ রানে ছিলেন উইকেট শূন্য। আজ প্রথম ওভারে মাত্র ৩ রান দিলেও পরের দুই ওভারে দেন ২১ রান।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon বিজ্ঞাপন

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4964

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ 
  • আমাদেরকে ফলো করুন…