আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের সাবেক আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৬ বছর বয়সী এই পাকিস্তানির মৃত্যু হয়েছে।ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের লাহোরে হার্ট অ্যাটাকের শিকার হয়ে মারা গেছেন আসাদ রউফ। সাবেক এই আম্পায়ার পরিচালনা করেছেন ৬৪টি টেস্ট, ১৩৯ ওয়ানডে আর ২৮ টি-টোয়েন্টি ম্যাচ।
১৯৯৮ সালে পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে আম্পায়ারিং শুরু করেন রউফ। দুই বছর পরই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন।
আরও পড়ুন- লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী
এরপর ২০০৬ সালে রউফ জায়গা পান আইসিসির এলিট প্যানেলে। ৬৪ টেস্ট, ১৩৯ ওয়ানডে ও ২৮ টি-টোয়েন্ট ম্যাচ পরিচালনা করেন তিনি। আলিম দারকে সঙ্গে নিয়ে তিনি পাকিস্তানের আম্পায়ারদের মান অনেকটা বাড়িয়েছেন বলেই ধারণা করা হয়।
তবে ২০১৩তে আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে আসে তার নাম। সে বছরই এলিট প্যানেল আম্পায়ার থেকে তাকে বাদ দেয় আইসিসি।
তিন বছর বাদে দুর্নীতি ও অসদাচরণের একাধিক অভিযোগে তাকে ৫ বছরের নিষেধাজ্ঞা দেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
আম্পায়ারিংয়ে আসার আগে ক্রিকেটার হিসাবেও নিজেকে গড়েছিলেন রউফ। পাকিস্তানের জাতীয় ব্যাংক ও রেলওয়েজের হয়ে ৭১টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন তিনি।