এশিয়া কাপে টিকে থাকার ম্যাচে আজ মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে ভারত। লঙ্কানদের বিপক্ষে কঠিন পরীক্ষায় আগে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খেয়েছে ভারত। হারিয়েছে কোহলি ও লোকেশ রাহুলের উইকেট। দলীয় ১৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে রোহিত শর্মার দল।
টুর্নামেন্টে দারুণ জয়ে নিয়ে ছুটে চলা ভারত সুপার ফোরে এসে পাকিস্তানের কাছে ধাক্কা খেয়েছে। শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানের কাছে গত রোববার হেরেছে কোহলিরা। ফলে ফাইনালে যেতে হলে ভারতকে হারাতে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে। যার প্রথম পরীক্ষা আজ নেমেছে ভারত।
আজ কোনোভাবে শ্রীলঙ্কার কাছে হেরে গেলে ভারতের ফাইনালে যাওয়ার সুযোগ একেবারে খাদের কিনারায় গিয়ে ঠেকবে। তখন অন্য দলগুলোর ফলের ওপর নির্ভর করতে হবে ভারতকে। সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতে হবে বিশাল ব্যবধানে। সেই সঙ্গে চাইতে হবে পাকিস্তান যেন বাকি দুটি ম্যাচে হেরে যায়। যা এক প্রকার কঠিন সমীকরণ বলা চলে!
অন্যদিকে আফগানিস্তানের কাছে হেরে টুর্নামেন্টে শ্রীলঙ্কার শুরুটা বাজে হলেও এখন দারুণ ছন্দে আছে তারা। সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে লঙ্কানরা। ব্যাটে-বলে দুই বিভাগেই দেখিয়েছে দাপট। এবার ভারতকে হারাতে পারলেই ফাইনালের পথে পা বাড়াবে দাসুন শানাকার দল।
শ্রীলঙ্কা দল : দাসুন শানাকা (অধিনায়ক), দীনেশ চান্দিমাল, দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, আসিন বান্দারা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফ্রি ভান্দারসে, প্রভীন জয়াবিক্রমা, চামিকা করুনারত্নে, দিলশান মধুশঙ্কা, মাথেশ পাথিরানা, নুয়ান্দু ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, প্রমোদ মধুশান ও নুয়ান থুসারা।
ভারতীয় দল : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আর্শদিপ সিং, রবি বিষ্ণই, আভেশ খান, দীপক হুদা ও যুজবেন্দ্রা চাহাল।