গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

নাটকীয়তার ম্যাচে ভারতকে হারাল পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদকঃ
সেপ্টেম্বর ৫, ২০২২ ১২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান।
টস জিতে শুরুতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ঝড়ো শুরুতে ওপেনিং পার্টনারশিপেই ৩১ বলে ৫৪ রান তোলে ভারত।
সূর্যকুমার যাদ ১৩ রানে ফিরলেও তিনে নামা বিরাট কোহলি এক প্রান্ত আগলে রাখেন।
৪৪ বলে ৬০ রানের ইনিংস খেলেন কোহলি। তার ব্যাটে ভর করেই ৭ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে ভারত।
পাকিস্তানের সামনে দাঁড়ায় ১৮২ রানে বড় লক্ষ্য।
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই কাপ্তান বাবর আজমকে হারায় পাকিস্তান।
তবে শক্ত হাতে বরাবরের মতো হাল ধরেন আরেক ওপেনার রিজওয়ান। তিনে নামা ফাখর জামান ১৮ বলে ১৫ করে ফিরলেও মোহাম্মদ নেওয়াজকে সাথে নিয়ে এগিয়ে যান রিজওয়ান। তার সাথে গড়েন ৪১ বলে ৭৩ রানে ঝড়ো জুটি। মাত্র ২০ বলে ২১০ স্ট্রাইকরেটে ৪২ রান তুলে সাজঘরে ফেরেন নওয়াজ।
কিছুক্ষণ পরই দলকে চাপে ফেলে হার্দিক পান্ডিয়ার বলে সূর্যকুমার যাদবের কাছে ক্যাচ দিয়ে ৫১ বলে ৭১ রানের ইনিংস খেলে ফেরেন রিজওয়ান। চাপে পড়ে পাকিস্তান।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়নঃ

সর্বমোট নিউজ: 5166

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।