ভারতের দেয়া লক্ষমাত্রায় ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক বাবর আজমকে হারিয়ে ফেলেছে পাকিস্তান। তবে দলের সে ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান। কিন্তু ফখরকে তুলে নিয়ে সে আবার পাকিস্তানকে ধাক্কা দেন চাহাল। তবে এক পাশ ধরে রেখে ব্যক্তিগত ফিফটি এবং দলকে এগিয়ে নেয়ার চেষ্টায় রিজওয়ান।
পাওয়ার প্লের ৬ ওভারে পাকিস্তান মাত্র ৪৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। যেখানে ভারত তুলেছিল ২ উইকেটে হারিয়ে ৬২ রান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১১৯ রান। রিজওয়ান ৫৫ রানে ও মোহাম্মদ নওয়াজ ৩৩ রানে অপরাজিত আছেন। জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ৩৬ বলে ৬৩ রান।
রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান কাপ্তান। ভারতের ব্যাটিং ঝড়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ ১৮১ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারে রোহিত শর্মার তালু বন্দি হন পাকিস্তান কাপ্তান বাবর। রবি বিষ্ণুইর চতুর্থ ওভারে পাকিস্তান যখন প্রথম উইকেট হারায় তখন দলীয় সংগ্রহ ২২ রান।
এর পর নবম ওভারে ফখর জামান (১৫) বন্দি হন বিরাট কোহলির হাতে।