গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

টিকে থাকার লড়াইয়ে ৩ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদকঃ
সেপ্টেম্বর ১, ২০২২ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ এবং শ্রীলঙ্কা কেউই এখনো জয়ের দেখা পায়নি এবারের এশিয়া কাপে। নিজেদের প্রথম ম্যাচে উভয় দলই হেরেছে। টুর্নামেন্টে টিকে থাকতে দু’দলেরই এই ম্যাচটা মহাগুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। হারলেই বিদায়, জিতলে সুপার ফোর—   এমন সমীকরণে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করছে বাংলাদেশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দল ৭ ওভার খেলে ৫৯ রানে ২ উইকেট হারিয়েছে।

আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়েছে। একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম, এনামুল হক বিজয় ও সাইফ উদ্দিন। ফিরেছেন মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান ও ইবাদত হোসেন।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ: শ্রীলঙ্কা একাদশ: দানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশানকা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপক্ষে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, চামিকা করুণারত্নে, দিলশান মধুশঙ্কা ও আসিথা ফার্নান্দো।

জে এম আলী নয়নঃ

সর্বমোট নিউজ: 5130

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
সর্বশেষ
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • আমাদেরকে ফলো করুন…