ক্রিকেটের বড় আসর মানেই যেন বাংলাদেশ ভক্তদের সমীকরণ দুশ্চিন্তা। নিজেদের ক্রিকেটের বাইরে প্রতিপক্ষের খেলার দিকেই বারবার তাকিয়ে থাকতে হয়েছে টাইগার ভক্তদের। এবারের বিশ্বকাপেও পরিস্থিতি এরচেয়ে ব্যতিক্রম না। নিজেদের পাঁচ ম্যাচে মাত্র এক জয় পাওয়া বাংলাদেশের সেমিফাইনাল ভাগ্য এখন কিছুটা প্রতিপক্ষের ওপরেই নির্ভর করছে।
দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ে পয়েন্ট টেবিলের তলানিতে চলে গেছে বাংলাদেশ। তবে টাইগারদের সেমিফাইনাল খেলার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। আসর থেকে ছিটকে যায়নি সাকিবরা। বেশ কিছু সমীকরণে এখনো সেমির দৌড়ে টিকে আছেন টাইগাররা।
আরও পড়ুন— ২৮ তারিখ ঢাকার কোনো রাস্তা বন্ধ করব নাঃ স্বরাষ্ট্রমন্ত্রী
অবশ্য তাতে নিজেদের জন্যও অনেকটা কাজ করতে হবে সাকিব আল হাসানদের। বিশ্বকাপে আগে যা ঘটেনি সেই অসম্ভব কাজটাই এখন বাংলাদেশের সামনে অপেক্ষা করছে। এর আগে কখনোই বিশ্বকাপে ৩টির বেশি জয় পায়নি বাংলাদেশ। সেমিফাইনাল খেলতে হলে সেটিই করা দরকার সাকিবদের।
ওয়ানডে বিশ্বকাপের চলতি আসরে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে জয় একটি, হার চারটি। সেমিফাইনালে যেতে চাইলে প্রথমত বাংলাদেশকে বাকি থাকা চারটি ম্যাচে অবশ্যই জিততে হবে। আর একটি ম্যাচ হারলেও টাইগারদের জন্য সেমির দরজা বন্ধ হয়ে যাবে।
দ্বিতীয়ত, শুধু জিতলেই হবে না, রান রেটেও বাংলাদেশকে ভালো একটা পর্যায়ে আসতে হবে। প্রোটিয়াদের কাছে ১৪৯ রানের হারে নেট রান রেটের দিক থেকে খুবই পিছিয়ে পড়েছে টাইগাররা। তাই প্রতি ম্যাচে জয়ের পাশাপাশি নেট রান রেট যতটা সম্ভব ধনাত্মক করতে হবে লাল-সবুজদের।
আরও পড়ুন— ভৈরবে ট্রেন দুর্ঘটনাঃ ১৭ লাশ উদ্ধার, চাপা পড়ে আছেন অনেকে
তৃতীয়ত, বাংলাদেশ পরবর্তী ৪ ম্যাচ জিতলে মোট পাঁচ ম্যাচে জয়ের স্বাদ পাবে। এক্ষেত্রে চলে আসবে অন্য দলগুলোর ফলাফল। যেখানে বেশিরভাগ দলকেই বাংলাদেশের মতো কম ম্যাচে জিততে হবে। এরপর এসব দলের মাঝে নেট রান রেটে ভালো অবস্থায় থাকলে সেমিতে জায়গা করে নিতে পারবে টাইগাররা।
বাংলাদেশের পরবর্তী চার ম্যাচের প্রতিপক্ষ যথাক্রমে নেদারল্যান্ডস (কলকাতা, ২৮ অক্টোবর, দুপুর ২ঃ৩০ মিনিট), পাকিস্তান (কলকাতা, ৩১ অক্টোবর, দুপুর ২ঃ৩০ মিনিট), শ্রীলংকা (দিল্লি, ৬ নভেম্বর, দুপুর ২ঃ৩০ মিনিট) ও অস্ট্রেলিয়া (পুনে, ১১ নভেম্বর, সকাল ১১টা)। অজিদের হারানো তুলনামূলক কঠিন হলেও বাকিদের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখতেই পারে টাইগাররা। আর সব ঠিক থাকলে শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভালো কিছুর আশা করাই যায়!