২৮ আগস্টের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং করতে ব্যর্থ হওয়ার কারণে ভারত ও পাকিস্তান দুই দলকেই ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
ম্যাচের দুই অন ফিল্ড আম্পায়ার বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল ও শ্রীলঙ্কার রুচিরা পালিয়াগুরুগের অভিযোগের ভিত্তিতে ভারত ও পাকিস্তানকে এই শাস্তি আরোপ করেছেন ম্যাচ রেফারি জেফ ক্রো।
আইসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলেছে, ভারত ও পাকিস্তান দুই দলই নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার করে কম করেছে। আইসিসির নিয়ম অনুযায়ী এই রায় কার্যকর করা হয়েছে।
অন্যদিকে দুই দলই এ অভিযোগ স্বীকার করায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।