ঢাকাSunday , 28 August 2022
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়ার বাংলাদেশের মুকুল

    Link Copied!

    এশিয়া কাপের মঞ্চে প্রথমবারের মতো আম্পায়ারিং করতে যাচ্ছেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল এবং গাজী আশরাফুল আফসার সোহেল। তাদের মধ্যে মূল আম্পায়ারের ভূমিকায় মুকুল থাকবেন সবচেয়ে কাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচে। এমন দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।

    অন ফিল্ড আম্পায়ার হিসেবে এই কাজটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বাংলাদেশি এই আম্পায়ার।

    মাসুদুর রহমান মুকুল বলেন, ভারত-পাকিস্তান ম্যাচের ফ্লেভার থাকে অন্যরকম। আমি এটাকে চাপ হিসাবে নিতে চাচ্ছি না। ইটস অ্যা চ্যালেঞ্জ। শুধু আমার জন্য না, আমাদের দেশের সব আম্পায়ারদের জন্যই এটা চ্যালেঞ্জ। দিনশেষে আমাদের নামের পাশে বাংলাদেশের নাম লেখা থাকে।
    তিনি আরো বলেন, আমার প্রধান লক্ষ্য বেস্ট পারফর্ম করাটা। আমি চাই আমার পারফর্ম দেখে সবাই জানুক বাংলাদেশি আম্পায়ারাও ক্যাপাবেল। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো এবং এটাকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি আমি। আমি জানি আমরা যদি এই চ্যালেঞ্জকে ভালোভাবে পার করতে পারি তাহলে আমাদের বাংলাদেশের আম্পায়ারদের জন্য একটা পথ সৃষ্টি হবে। আমরা আরো বড় বড় ম্যাচ আম্পায়ারিং করার সুযোগ পাবো।
    সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আজ রোববার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। অনেক আগেই এ ম্যাচের টিকিট ফুরিয়ে গেছে।

    শীর্ষসংবাদ/নয়ন

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4965

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০