২০ নভেম্বর থেকে মরুর দেশ কাতারে শুরু হবে বিশ্বকাপ ফুটবল। ১৮ ডিসেম্বর শিরোপা ফয়সালার মধ্য দিয়ে শেষ হবে ফুটবলের সবচেয়ে বড় এই আসরটি। এবার বিশ্বকাপ ফুটবলের প্রতিটি ম্যাচ সরাসরি দেখা যাবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে।
এশিয়ার কোনো দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় এবার এই অঞ্চলের মানুষের জন্য ভালোই হয়েছে। গ্রুপ পর্বের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা, রাত ১০টা ও রাত ১টায়। শুরু থেকেই দেশ ও দেশের বাইরের বিভিন্ন ইভেন্ট সম্প্রচার করে আসছে টি স্পোর্টস।
২০২২ ফিফা বিশ্বকাপ টি স্পোর্টসের সাফল্যের ডানায় যোগ করবে নতুন পালক। যেমনটা মনে করছেন প্রতিষ্ঠানটির নীতিনির্ধারকরা।
বাংলাদেশ-নেপাল বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল ফিফা ফ্রেন্ডলি সিরিজ দিয়ে ২০২০ সালের নভেম্বরে পথচলা শুরু করে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সর্বকনিষ্ঠ সদস্য টি স্পোর্টস।