biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাFriday , 19 August 2022
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল পরামর্শক শ্রীরাম

    Link Copied!

    এশিয়া কাপের আগেই বাংলাদেশ দলের কোচিং স্টাফে অদলবদল আসছে, এমন গুঞ্জন গেল কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। জানা যায়, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গোর জায়গায় নতুন কারও হাতে উঠতে চলেছে হেড কোচিংয়ের দায়িত্ব। আভাস মিলছিল, বর্তমান ব্যাটিং কোচ জেমি সিডন্সকে হয়তো টি-টোয়েন্টি দলের হেড কোচের দায়িত্ব দেয়া হতে পারে। এরপর শোনা যায়, সিডন্স নন, ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে দায়িত্ব দেয়া হতে পারে। এমনকী দায়িত্ব নিতে শিগগিরই ঢাকায়ও আসছেন তিনি। শেষ পর্যন্ত সব গুঞ্জনে সীলমোহর বসালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুক্রবার (১৯ আগস্ট) গণমাধ্যমকে জানান, টি-টোয়েন্টি দলের ‘টেকনিক্যাল কনসালট্যান্ট’ বা ‘পরামর্শক’ হিসেবেই যোগ দেবেন শ্রীরাম।

    আজ গুলশানে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘শ্রীরামকে আমরা শর্টলিস্ট করেছিলাম, সে ওই লিস্টে ছিল। এবং সে আমাদের এখানে ২১ তারিখ দুপুরবেলা আসার কথা। দায়িত্ব ঠিক না, মানে কোচ হিসেবে আসছে না। সে অবশ্যই হেড কোচ হিসেবে আসছে না। সে আসছে একজন টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কাজ করবে।’

    এর আগে টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে নতুন করে দায়িত্ব দেয়া হয় সাকিব আল হাসানকে। আর তারপরই আসে কোচিং প্যানেলে বদল আসার আভাস। শোনা যায়, এখনো ছুটিতে থাকা রাসেল ডমিঙ্গোকে সরিয়ে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেয়া হতে পারে জেমি সিডন্সকে।

    এরপর জানা যায়, সিডন্সের আগ্রহ নাকি অপেক্ষাকৃত তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করা। জাতীয় দলের সামনে যে ব্যস্ত সূচি, তাতে এই মুহূর্তে কোনো সংস্করণেই জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে চান না তিনি।

    আর তারপরই দৃশ্যপটে আসে ভারতের সাবেক ক্রিকেটার ও অস্ট্রেলিয়ার একসময়ের স্পিন কোচ শ্রীধরন শ্রীরামের নাম। যদিও শোনা যাচ্ছিল, টি-টোয়েন্টি দলের হেড কোচ হতে পারেন তিনি। তবে হেড কোচ নন, টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট বা পরামর্শক হিসেবে নিয়োগ হয়েছে তাকে। আগামী কয়েক দিনের মধ্যেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

    শ্রীরামকে নেয়ার বিষয়ে পাপন বলেন, ‘কতগুলো বিবেচনায় তাকে আনা হয়েছে। যেহেতু আইপিএলের সঙ্গে তার সম্পৃক্ততা আছে।

    আমরা এমন কাউকে চেয়েছিলাম যার সঙ্গে টি-টোয়েন্টির সম্পৃক্ততা আছে, অভিজ্ঞতা আছে। আর যেহেতু খেলা অস্ট্রেলিয়ায়, সে অস্ট্রেলিয়ায় অনেক দিন কাজ করেছে। এই দুটি কারণে তাকে আমরা বিশ্বকাপ পর্যন্ত নিয়েছি।’

    এশিয়া কাপ থেকেই দলের সঙ্গে কাজ করবেন শ্রীরাম। তবে এশিয়া কাপে প্রধান কোচের দায়িত্বে কে থাকবে সেটি স্পষ্ট করে জানাতে পারেননি  বিসিবি সভাপতি। তিনি বলেন- ‘এটা আমরা এখনো ঠিক করিনি। ২২ তারিখ সবার সঙ্গে বসা হবে। বসে আমরা সিদ্ধান্ত নেবো। অনেক পরিবর্তনই আসবে। একটা-দুটো জিনিস না।’

    শীর্ষসংবাদ/নয়ন

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ  
  • আমাদেরকে ফলো করুন…