সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শুরু হয়েছে ২৮তম আবুধাবি আন্তর্জাতিক দাবা ফেস্টিভাল।
বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় উদ্বোধন করা হয় এই আয়োজনের। যেখানে বাংলাদেশ হতে অংশ নিচ্ছেন চারজন দাবাড়ু।
মাস্টারস ইভেন্টে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ অংশ নিচ্ছেন।
প্রথম রাউন্ডের খেলায় গ্র্যান্ডমাস্টার জিয়া ভারতের আন্তর্জাতিক মাস্টার মানিস আন্ত ক্রিস্টিয়ানোর সাথে, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ নাইজেরিয়ার আন্তর্জাতিক মাস্টার ওকেকে আইজাক চুকয়ুদালুর সাথে, তাহসিন সার্বিয়ার গ্র্যান্ড মাস্টার ইন্ডইক আলেকজান্ডারের সাথে ও ফিদে মাস্টার পরাগ উজবেকস্তানের ফিদে মাস্টার মাদামিনভ মুখিদ্দিনের সাথে খেলছেন।
৩১টি দেশের ৪৩ জন গ্র্যান্ডমাস্টার, ৭ জন মহিলা গ্র্যান্ডমাস্টার, ৩৪ জন আন্তর্জাতিক মাস্টার, ৩ জন মহিলা আন্তর্জাতিক মাস্টার, ৩৬ জন ফিদেমাস্টার ও মহিলা ফিদে মাস্টারসহ মোট ১৪৮ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছেন।