আর কয়েকদিন বাদেই ফ্রান্সের প্যারিসে ঘোষণা করা হবে চলতি বছরের ব্যালন ডি’অর বিজয়ীর নাম। আগামী ১৭ অক্টোবর ফায়সালা হতে চলেছে, কে হচ্ছেন এবারের ব্যালন ডি’অর বিজয়ী।
এরই মধ্যে শুক্রবার রাতে ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে প্রথম ৩০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন। তবে সেই তালিকায় সাতবারের ব্যাল ডি’অর জয়ী আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি এবং পিএসজিতে মেসির সতীর্থ নেইমারের নাম।- ইউরো স্পোর্টস
চলতি বছরের ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকায় যাদের নাম ঠাঁই পেয়েছে, পাঠকের জন্য তাদের নামোল্লেখ করা হলো-
থিবো কোর্তুয়া (রিয়াল মাদ্রিদ)
মোহাম্মদ সালাহ (লিভারপুল)
রাফায়েল লিও (এসি মিলান)
ক্রিস্তফার এনকুনকু (বায়ার্ন মিউনিখ)
জসুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ)
আলেক্সান্ডার আর্নল্ড (লিভারপুল)
ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)
বার্নাদো সিলভা (ম্যানচেস্টার সিটি)
লুইস দিয়াজ (লিভারপুল)
রবার্তো লেভানদোস্কি (বার্সেলোনা)
রিয়াদ মাহরেজ (ম্যানচেস্টার সিটি)
কাসেমিরো (রিয়াল মাদ্রিদ)
হিউং মিন সন (টটেনহাম)
ফাবিনহো (লিভারপুল)
করিম বেনজিমা (রিয়াল মাদ্রিদ)
মাইক মাইগনান (এসি মিলান)
হ্যারি কেন (টটেনহাম)
দারউইন নুনেজ (লিভারপুল)
ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি)
সাদিও মানে (বায়ার্ন মিউনিখ)
সেবাস্তিয়ান হাল্লার (বরুশিয়া ডর্টমুন্ড)
লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ)
আন্তনিও রুদিগার (রিয়াল মাদ্রিদ)
ক্রিশ্চিয়ানো রোনালদো (ম্যানচেস্টার সিটি)
কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি)
ডুসান ভ্লাহোভিচ (জুভেন্টাস)
ভার্জিল ভ্যান ডিক (লিভারপুল)
হোয়াও ক্যানসেলো (ম্যানচেস্টার সিটি)
আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি)
কিলিয়ান এমবাপ্পে (পিএসজি)
আরও দেখতে পারেন-
⇒ বেটউইনারের চুক্তি বাতিল না করলে সাকিবকে ছেড়ে দেবে বিসিবি
⇒ ২২৮ বৎসরের পুরনো মুঘল আমলের ঐতিহাসিক “কাজীর মসজিদ”