দ্বিতীয় ওয়ানডের সংক্ষিপ্ত স্কোরঃ নিউ জিল্যান্ড ৫.৩ ওভারে ২৬/১ ( চ্যাড বাওয়েস ১০*, ফিন অ্যালেন ১২*; উইল ইয়াং ০ )
ম্যাচের শুরু থেকেই কিউই ওপেনারদের বাউন্স বলের ফাঁদে ফেলার চেষ্টা করছিলেন মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। অবশেষে ইনিংসের তৃতীয় ওভারের তিন নম্বর বলটি কাজে এসেছে। মিড উইকেটে ফেলা মুস্তাফিজের বলটি সোজা বুকের ওপর উঠে আসছিল। ব্যাট সরাতে গিয়েও ব্যর্থ হয়েছেন উইল ইয়াং, ফলে কানা লেগে তিনি তালবন্দি হয়েছেন উইকেটের পেছনে থাকা লিটন দাসের। ইনিংসের প্রথম বলে মোস্তাফিজকে চার দিয়ে শুরু করেছিলেন ফিন অ্যালেন। শর্ট বলে খোঁচা দিয়ে বসেন ইয়ং, ৮ বল খেলে কোনো রান করতে পারেননি। ক্রিজে অ্যালেনের সঙ্গী বোয়েস।
দলীয় ১৫ রানেই প্রথম উইকেট হারিয়েছে কিউইরা। এর আগে ইয়াং ৮ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি।
টস হেরেছে বাংলাদেশ
বাংলাদেশ দলে দুটি পরিবর্তন, নিউ জিল্যান্ড অপরিবর্তিত
কিউই দলে কোনও পরিবর্তন নেই। তবে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। ওয়ানডে অভিষেক হচ্ছে ১২ টেস্ট খেলা পেসার খালেদ আহমেদের। বাদ পড়েছেন নুরুল হাসান। তানজিম সাকিবের ইনজুরি থাকায় হাসান মাহমুদ একাদশে ফিরেছেন।
বাংলাদেশ একাদশঃ
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশঃ
লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চাঁদ বোয়েস, উইল ইয়ং, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাককোঞ্চি, কাইল জেমিসন, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।