ঢাকাThursday , 21 September 2023

বৃষ্টির পর শুরু খেলা, ম্যাচ এখন ৪২ ওভারের

Link Copied!

মিরপুরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডেতে শুরুর আগে থেকেই রোদ-বৃষ্টির লুকোচুরি চলছিল। তারপরও সময়মতো টস হয়, খেলাও শুরু হয়। কিন্তু বেশিক্ষণ চালানো যায়নি সেই খেলা।মাত্র ৪ ওভার ৩ বলে নিউজিল্যান্ড বিনা উইকেটে ৯ রান তোলার পর ঝমঝমিয়ে নামে বৃষ্টি। তবে স্বস্তির খবর হলো, প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে খেলা।

তবে দুই ঘণ্টার মতো খেলা বন্ধ থাকায় ওভার কাটা পড়েছে এরই মধ্যে। ৮ ওভার করে কাটা যাবে দুই ইনিংসে। অর্থাৎ ৫০ ওভারের বদলে এখন ৪২ ওভারের ম্যাচ হবে।

আরও পড়ুন-   বৃষ্টিতে কভারে ঢাকা মাঠ

এর আগে মিরপুর শেরে বাংলায় টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।

শুরু থেকেই কিউইদের চাপে রাখেন দুই পেসার মোস্তাফিজুর রহমান আর তানজিম হাসান সাকিব। মোস্তাফিজ ২ ওভার ৩ বলে একটি মেইডেনসহ দিয়েছেন মাত্র ২ রান। আর তানজিম সাকিবের ২ ওভারে খরচ ৬।

নিউজিল্যান্ডের দুই ওপেনার উইল ইয়ং ৩ আর ফিন অ্যালেন ৫ রানে অপরাজিত আছেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

সর্বমোট নিউজ: 4964

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০