biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজXDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশনbiggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাThursday , 21 September 2023

বৃষ্টিতে কভারে ঢাকা মাঠ

Link Copied!

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে মিরপুরে চলছে রোদ-বৃষ্টির লুকোচুরির খেলা। টস অনুষ্ঠিত হলেও বৃষ্টির কারণে কভারে ঢাকা রয়েছে মাঠ।

নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়ার কথা রয়েছে। তবে আপাতত কভারে ঢাকা থাকায় ম্যাচ শুরু হতে হয়তো কিছুটা বিলম্ব হবে।

ম্যাচের আগেই আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছিল যে, আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি হবে। আর দুপুর চারটা পর্যন্ত ৯০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪৩ কিলোমিটার। আর সেটাই হয়েছে। প্রথম ম্যাচে টস অনুষ্ঠিত হলেও, মাঠ কাভারে ঢাকা অবস্থায় রাখা হয়েছে।

আরও পড়ুন-   মৌসুমী সর্দি-জ্বর-কাশি প্রতিরোধে

এদিকে বিশ্বকাপ স্কোয়াড মোটামুটি প্রস্তুত বাংলাদেশের। বাকি দু-একটা পজিশনের যোগ্য খেলোয়াড় খুঁজে নিতেই নিউজিল্যান্ড সিরিজে চলবে পরীক্ষা-নিরীক্ষা। সেই মিশন শুরু আজই। ইনজুরি কাটিয়ে এ ম্যাচ দিয়েই ফিরছেন তামিম ইকবাল। এশিয়া কাপে না খেলা এ ওপেনারের সঙ্গী হচ্ছেন অধিনায়ক লিটন। একাদশে ফিরছেন আলোচিত মাহমুদউল্লাহ রিয়াদও। ফেরার তালিকায় আরও আছেন সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান।

দুই দলের একাদশ
বাংলাদেশ একাদশঃ
তামিম ইকবাল, লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), নাসুম আহমেদ, তানজিদ হাসান, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশঃ
ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোয়েজ, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রচিন রবীন্দ্র, কোল ম্যাককোচি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ 
  • আমাদেরকে ফলো করুন…