গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামী অস্ত্র সহ গ্রেফতার

Link Copied!

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা এম সজিব হত্যা মামলার আসামী আনোয়ার হোসেন প্রকাশ পাহাড়ি দুলালকে গ্রেপ্তার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। এসময় একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার তারিক বিন রশিদ।

এর আগে গতকাল রবিবার সকালে খুলনার ডুমুরিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন এজহারভুক্ত তিন নাম্বার আসামী। পরে পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।

প্রসঙ্গত, ১২ এপ্রিল রাতে চন্দ্রগঞ্জ থানাধীন পাঁচপাড়া গ্রামের জৈদের পুকুরপাড় এলাকায় ছাত্রলীগ কর্মী সজীব, সাইফুল পাটোয়ারী, মো. রাফি ও সাইফুল ইসলাম জয়ের ওপর অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। একপর্যায়ে সজীবকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এসময় তাকে বাঁচাতে গেলে অন্যদের ওপরও গুলি চালানোর অভিযোগ রয়েছে। পরে সোমবার রাতে সজিবের মা বুলি বেগম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের কাজী বাবলুসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে। এতে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ১৬ এপ্রিল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এম সজিব। এ মামলায় এ পর্যন্ত এজাহার নামীয় আসামী স্বেচ্ছাসেবক লীগ নেতা তাজু ভূঁইয়া, আনোয়ার হোসেন প্রকাশ পাহাড়ি দুলালসহ ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

শীর্ষ সংবাদ নিউজঃ

শীর্ষ সংবাদ নিউজঃ

সর্বমোট নিউজ: 260

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
সর্বশেষ
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • আমাদেরকে ফলো করুন…