লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে দালালদের সাথে যোগসাজশে ঘুষ লেনদেনের মাধ্যমে এনআইডি করিয়ে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন কর্তৃক অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার ( ৬ মে ) লক্ষ্মীপুর সদর ও জেলা নির্বাচন অফিসে চাঁদপুর জেলা কার্যালয় হতে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এসে এ অভিযান পরিচালনা করেন।
এর আগে দুদকের এনফোর্সমেন্ট টিমের সদস্যরা ছদ্মবেশে সেবাগ্রহীতা এবং নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিকট হতে তথ্য সংগ্রহ করেন।
পরে অভিযোগের বিষয়ে লক্ষ্মীপুর সদর নির্বাচন অফিসার এবং জেলা নির্বাচন অফিসারের সাথে কথা বলে এনফোর্সমেন্ট টিম। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানান।