নেত্রকোনার মদনে ১৩ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে কিশোরীর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে আব্দুল কদ্দুছ (৫০) নামের এক ব্যক্তিকে আসামী করে মদন থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ওই দিন রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ।
বুধবার ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা সদর হাসপাতালে ও গ্রেফতারকৃত আব্দুল কদ্দুছকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন- জাতীয় পার্টির সব পদ থেকে রাঙ্গাকে অব্যাহতি
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার চানগাঁও ইউনিয়নের সোমবার রাতে কিশোরীর মা বাড়িতে না থাকার সুযোগে আব্দুল কদ্দুছ কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এর আগেও অভিযুক্ত কদ্দুছ কিশোরীকে কুপ্রস্তাব দিত ও উত্ত্যক্ত করতো। পরে মঙ্গলবার রাতে কিশোরীর বাবা মদন থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার বাবা থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে ওই রাতেই উপজেলার চানগাঁও ইউনিয়নের গুচ্ছ গ্রাম থেকে আব্দুল কদ্দুছকে গ্রেফতার করা হয়।