লক্ষ্মীপুরে গোপন বৈঠকের প্রস্তুতিকালে ইসলামী ছাত্রী সংস্থার ৬ নারীকে আটক করা হয়েছে। আটক সবাই সদর মডেল থানা পুলিশ হেফাজতে আটক রয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার রেহান উদ্দিন ভূঁইয়া সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। তবে কারো নাম-পরিচয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।
পুলিশ জানায়, আটক নারীরা গোপন বৈঠকের প্রস্তুতি নিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন আটকের বিষয় নিশ্চিত করে বলেন, সন্দেহজনকভাবে ওই নারীদের আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।