গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

আন্তর্জাতিক আদিবাসী দিবসে হিলিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগীতার অনুষ্ঠান

ছামিউল ইসলাম আরিফ, হিলি (দিনাজপুর)ঃ
আগস্ট ২৩, ২০২২ ৮:২৩ অপরাহ্ণ
  • আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে হিলিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগীতার অনুষ্ঠান

    ছবিঃ ছামিউল ইসলাম

Link Copied!

আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরের হিলিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগীতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে হিলি ও ফুলবাড়ি উপজেলা আদিবাসী ফেডারেশন এর আয়োজনে হিলির জামতলিস্থ এনডিএফ চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।

হাকিমপুর উপজেলা আদিবাসী ফেডারেশন এর চেয়ারম্যান রুপলাল তিরকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর আঞ্চলিক আদিবাসী ফেডারেশনের সভাপতি কলম্বাস মার্ডী, ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন, ইউপি সদস্য রিপন সাহা, এনডিএফ এর ম্যানেজার মারকুস সরেন সহ অনেকে।

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে হিলিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগীতার অনুষ্ঠান

ছবিঃ ছামিউল ইসলাম

বক্তারা বলেন, ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠি হিসেবে নয় আদিবাসী হিসেবে তাদেরকে স্বিকৃতি প্রদানের জন্য সরকারের নিকট দাবী জানান। আলোচনা সভা শেষে দুই উপজেলার আদিবাসী শিল্পিদের পরিবেশন সাংস্কৃতিক প্রতিযোগীতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়নঃ

সর্বমোট নিউজ: 5167

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।