গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

কিংবদন্তী ক্রিকেট কার্নিভাল সিজন-৬ঃ কাল মাঠে নামছে লক্ষ্মীপুর রয়্যালস

জে এম আলী নয়নঃ
জানুয়ারি ৩, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

“আমরাই কিংবদন্তী” আয়োজিত দেশের ইতিহাসে টেপ টেনিস ক্রিকেটের সবথেকে বড় ও জমজমাট আয়োজন “কিংবদন্তী ক্রিকেট কার্নিভাল সিজন-৬” এ অন্যান্যবারের মতো এবারেও অংশ নিতে যাচ্ছে দল লক্ষ্মীপুর রয়্যালস।

আগামীকাল শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর শ্যামলী ক্লাব ক্রিকেট মাঠে সকাল সাড়ে ৯ টায় শক্তিশালী সিলেট টাইগার্স-এর বিপক্ষে মাঠে নামবে লক্ষ্মীপুর রয়্যালস।

এছাড়াও আগামি ১০ জানুয়ারি সকাল আটটায় শক্তিশালী ৯০’স মাস্টারমাইন্ড-এর বিপক্ষে, ১১ তারিখ দুপুর সাড়ের বারোটায় ওয়াই-টু-কে চ্যালেঞ্জার্স-এর বিপক্ষে, ১৭ তারিখ সকাল সাড়ে নয়টায় মিরপুর কিংগস্ এর বিপক্ষে মাঠে নামবে টীম লক্ষ্মীপুর রয়্যালস।

লক্ষ্মীপুর রয়্যালস “কিংবদন্তী ক্রিকেট কার্নিভাল”- টুর্নামেন্টের বিভিন্ন আসরে  অংশগ্রহণ করে আসছে। এ পর্যন্ত অংশগ্রহণ করা প্রতিটি আসরেই দলটি তাদের প্রতিভা ও টিম স্পিরিটের জন্য প্রশংসিত হয়েছে। এবারও তারা নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে শিরোপার দৌড়ে এগিয়ে থাকতে চায়।

আরও পড়ুন—    ৮’শ শীতার্ত মানুষের পাশে ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’

লক্ষ্মীপুর রয়্যালস টীম স্কোয়াডে আছেন- মুহাম্মদ আব্দুল্লাহ্-আল-মামুন (মাসুম), মুহাম্মদ জুনায়েদ হোসাইন, মোঃ লাফি উদ্দিন ভূঁইয়া, হাসিব মাহমুদ, জাহিদুল ইসলাম, শেখ আল ফারাবি, মোহাম্মদ ইসমাইল হোসাইন, মোঃ আব্দুল্লাহ হামিম, মোঃ আরিফুর রহমান, সোহেল রানা, আহমেদ আসিফ আখতার মঞ্জু, মোঃ রাজিব হোসাইন, মোহাম্মদ ফারুক হোসাইন, রিয়াজ উদ্দিন আহমেদ, লিটন চন্দ্র নাথ, কাজী জাহিদুল আলম (সিপলু), মোঃ মেহদী গোফরান (ওয়াসিম) এবং সৈয়দ জাহিদুর রহমান।

দলের অধিনায়ক জানিয়েছেন, টীম লক্ষ্মীপুর রয়্যালস এই টুর্নামেন্টে নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত। দীর্ঘদিন ধরে অনুশীলন করে দলকে আরও শক্তিশালী করা হয়েছে। এবারের আসরে লক্ষ্মীপুর রয়্যালস নতুন কৌশল ও পরিকল্পনা নিয়ে মাঠে নামবে।

লক্ষ্মীপুর রয়্যালসের ভক্তরা তাদের দলকে নিয়ে দারুণ আশাবাদী। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির সমর্থনে নানা ধরনের প্রচারণা চলছে।

ভক্তদের আশা, দলটি এবার শিরোপা জয়ের মাধ্যমে নতুন ইতিহাস রচনা করবে।

টুর্নামেন্টে লক্ষ্মীপুর রয়্যালসের প্রথম ম্যাচটিতে মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করছেন ক্রিকেটপ্রেমীরা। “কিংবদন্তী ক্রিকেট কার্নিভাল সিজন-৬” এ লক্ষ্মীপুর রয়্যালস কি এবার নতুন চমক দেখাতে পারবে? সেই উত্তরের অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।

আরও পড়ুন—    কিংবদন্তী ফুটসাল কার্নিভাল’র চ্যাম্পিয়ন “সিকে টাইগার্স”

উল্লেখ্য- “আমরাই কিংবদন্তী” (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্র-ছাত্রীদের একত্র করে একক প্লাটফর্মে এনে মানব কল্যাণে কাজ করার প্রয়াসে এগিয়ে চলেছে। বন্ধুদের একত্রিত করে সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত করার প্রয়াসে এবং বিশ্বকাপের আমেজকে সামনে রেখে প্রথম বারের মত এই আয়োজনটি করা হয়।

এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে বন্ধুদের গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটি কে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছে।

ধারাবাহিকভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।

-ঃ আমরাই কিংবদন্তী আয়োজিত কিংবদন্তী ক্রিকেট কার্নিভাল সিজন-৬ এ লক্ষ্মীপুর রয়্যালস এর ম্যাচ ফিচারঃ-

দিগন্ত নিউজ/নয়ন

 

জে এম আলী নয়নঃ

সর্বমোট নিউজ: 5130

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
সর্বশেষ
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • আমাদেরকে ফলো করুন…