রংপুরের পীরগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিয়েছে সংগঠনটি।
আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মাদক, বাল্যবিবাহ, স্মার্ট ফোন আসক্তিকে না বলে শিক্ষার্থীররা গাছের চারা হাতে নিয়ে শপথ নিয়েছেন। সংগঠনের সদস্যরা টিফিনের টাকায় গাছ কিনে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করনে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আউয়াল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ পীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজের প্রভাষক জনাব নজরুল ইসলাম তুহিন, কাউন্সিলর জনাব সাইফুল আজাদ মন্ডল।
উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খয়বার।
সংগঠনের পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহানের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের পীরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইমরান, নারী সম্পাদিকা মুন্নি সাধারণ সদস্য নাইম হৃদয় শুভ প্রমুখ।