সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সুলভমূল্যে (১৫ টাকা কেজি) চাউল বিতরণের উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
চাউলসহ নিত্যপন্যের দাম উর্ধ্বমুখী হওয়ায় ও নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাউল বিক্রি কার্যক্রম শুরু করেছে সরকার। টিসিবি ফ্যামিলি কার্ডধারিরা এ চাল পাবে। এ ছাড়া ওএমএসের মাধ্যমেও সারা দেশে চাল এবং আটা বিক্রয় কার্যক্রম চলছে।
সাঁথিয়াতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাউল বিতরণ কার্যক্রম আয়োজন করেন সাঁথিয়া উপজেলা প্রশাসন ও সাঁথিয়া উপজেলা খাদ্য অধিদপ্তর।
বিতরণ অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সাঁথিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের ওসি এলএসডি মোশারফ হোসেন, সাঁথিয়া প্রেস ক্লাবেব সভাপতি মানিক মিয়া রানা, উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা ও ট্যাগ অফিসার মুক্তাভদ্র, নন্দনপুর ইউপি সদস্য আক্তার রফিক বাবু, ডিলার আ: শুকুর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।