আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে জাতীয় সংসদীয় আসন-২৭ (কুড়িগ্রাম-৩ (উলিপুর)) আসনের সর্বস্তরের জনগণকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন এ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা।
এক ঈদ বার্তায় তিনি বলেন, “প্রিয় কুড়িগ্রাম-৩ উলিপুর উপজেলাবাসী আসসালামু আলাইকুম/আদাব। পবিত্র উৎসব ঈদুল ফিতর আমাদের বড় ধর্মীয় উৎসব, এ উৎসব উপলক্ষে সকল কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। এই দিনটি মুসলমানদের আনন্দ ও খুশির দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ুক উপজেলার হিন্দু-মুসলমানসহ সকল ধর্মাবলম্বীদের মাঝে। ঈদ সবার মধ্যে গড়ে তুলুক সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের অভিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ। বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে।মাসব্যাপী রমজানের সিয়াম সাধনায় অর্জিত আত্মশুদ্ধির মহান দীক্ষা আমাদের জীবনকে আলোকিত করুক।
আরও পড়ুন— ঈদের আমেজ নেই লক্ষ্মীপুরের জেলে পরিবারে
জনগণের আশা-আকাঙ্খা অনুযায়ী জননেত্রী শেখ হাসিনা এদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে থাকে, নিরাপদে থাকে। তাই উন্নয়ন, অগ্রগতির ধারা অব্যহত রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বের সরকারকেই বারবার ক্ষমতায় রাখতে হবে।
আমাকে সততা ও সাহসিকতার সহিত ভোট প্রদান করে আপনারা নির্বাচিত করেছেন। সেজন্য কৃতজ্ঞতা। আমি আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত রয়েছি।সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে এ উপজেলাকে যেন এগিয়ে নিতে পারি।বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার গর্বিত অংশীদার আমরা হতে পারি সে প্রত্যাশাই করছি।
আরও পড়ুন— লক্ষ্মীপুরে গ্রাহকের টাকা আত্মসাতে দুই এনজিওকর্মীর কারাদণ্ড
ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত দেশের বিদ্যমান সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগাভাগি করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ হানাহানি,জোর, জুলুম থেকে মুক্তি হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া সহানুভূতি, মানবতা ও মহামিলনে এক ঐক্যবদ্ধ ও ভালোবাসা পূর্ন সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করি। সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক ।”