রাজধানীর হাজারীবাগে বটতলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
তিনি জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। ঘটনাস্থলে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। তবে সেখানে অনেক টিনের ঘর রয়েছে।
জানতে চাইলে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, ‘আগুনে বস্তি ২৫-৩০টি ঘর পুড়েছে। আমরা ঘটনাস্থল পর্যবেক্ষণ করছি।’
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।