biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজXDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশনbiggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাMonday , 16 October 2023

বিশ্বকাপ ক্রিকেটঃ ভারতের বিপক্ষে খেলবেন না সাকিব!

Link Copied!

বিশ্বকাপে টানা দুই হারের পর ঘুরে দাঁড়ানোর মিশনে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। তবে তার আগে সাকিব আল হাসানের ইনজুরি নিয়ে বাড়ছে ধোঁয়াশা। সাকিব আল হাসানকে নিয়ে শঙ্কার কালো মেঘ যেন শেষ হচ্ছে না! শঙ্কা আছে, আগামী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভারতের বিপক্ষে খেলবেন না টাইগার অধিনায়ক।

স্ক্যান রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, সাকিব এই ম্যাচ খেলে বড় ইনজুরিতে পড়ুক, সেটা চাই না। তবে আরও একবার স্ক্যান করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন—    বিদেশিদের কাছে আমরা যাই না, তারাই আসেঃ পররাষ্ট্রমন্ত্রী

এর আগে, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন সাকিব। বাঁ পায়ের ঊরুর সামনের দিকে চোট পান সাকিব। ব্যাট করার সময়েই মূলত মাংসপেশিতে টান পড়েছিল তার। এরপর উপায় না দেখে আক্রমণাত্মক ভঙ্গিতেই ব্যাট চালাতে চেয়েছিলেন দলনেতা। তাতে কিছুটা সফল হলেও ইনিংসটা লম্বা করতে পারেননি।

ব্যথা নিয়ে বোলিং করতে এসে উইকেট পেলেও বেশ আগেভাগেই নিজের বোলিং কোটা পূরণ করেন। ফিল্ডিং করতে গিয়েও নিজের চেনা জায়গা ছেড়ে স্লিপে দাঁড়িয়েছিলেন টাইগার অধিনায়ক। ম্যাচ শেষ না করেই তাকে ছুটতে হয় হাসপাতালে। যে কারণে ম্যাচের শেষদিকে মাঠে ছিলেন না তিনি। পরে জানা যায়, তার পেশিতে চিড় ধরা পড়েছে।

আরও পড়ুন—    যেকোনো মূল্যে আগামী জাতীয় নির্বাচন হবেঃ প্রধানমন্ত্রী

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, মাংসপেশিতে টান খাওয়ায় অস্বস্তিতে ভুগছিলেন সাকিব। যে কারণে নিউজিল্যান্ড ম্যাচের পর তার এমআরআই স্ক্যান করা হয়েছে। অবশ্য সে সময় স্ক্যান রিপোর্টে কী এসেছে তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি বোর্ড। এবার সেই ইনজুরির সর্বশেষ তথ্য জানাল বিসিবি।

আজ সোমবার ভারতের পুনের টিম হোটেলে দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সেখানে অধিনায়ক সাকিবের সর্বশেষ তথ্য জানান সুজন। মূলত ম্যাচের আগে আবারো স্ক্যান রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

উল্লেখ্য, বিশ্বকাপের শুরুটা আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় দিয়ে হলেও ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

সর্বমোট নিউজ: 4964

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ 
  • আমাদেরকে ফলো করুন…