ঢাকাMonday , 2 October 2023
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • নিউজিল্যান্ডে পড়ার সুযোগ, ২৯৫০০ ডলারের সঙ্গে রয়েছে নানা সুবিধা

    Link Copied!

    আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ইউরোপ ও অস্ট্রেলিয়ার পাশাপাশি নিউজিল্যান্ডেও পড়াশোনোর প্রতিও আগ্রহ আড়ছে বিদেশি শিক্ষার্থীদের। দেশটি নানা ধরনের বৃত্তি সুযোগ দিচ্ছে বিদেশি শিক্ষার্থীদের জন্য। এর অন্যতম একটি ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটনের ডক্টরাল স্কলারশিপ।

    বিদেশি শিক্ষার্থীদের পাশাপাশি ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে ডক্টরেট ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরাও নিউজিল্যান্ডের সম্পূর্ণ অর্থায়নের এ পিএইচডি বৃত্তির জন্য যোগ্য হবেন। এ বৃত্তির আওতায় ১১০ জন বিদেশি শিক্ষার্থী এ বৃত্তি পাবেন।

    পড়ার ক্ষেত্র—
    স্থাপত্য, ব্যবসায় এবং সরকার, নকশা, শিক্ষা, প্রকৌশল, স্বাস্থ্য, মানবিক ও সামাজিক বিজ্ঞান, আইন, সংগীত, প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন ও গবেষণা করা যাবে।

    আরও পড়ুন-   ফুলবাড়ীতে ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৬

    বৃত্তির সুযোগ ও সুবিধা—
    স্কলারশিপে তিন বছরের টিউশন ফি মিলবে; বছরে ২৯ হাজার ৫০০ ডলার করে উপবৃত্তি।

    আবেদন করার যোগ্যতা—
    আগ্রহী আবেদনকারীর ভালো একাডেমিক প্রোফাইল থাকতে হবে আবেদনকারী শিক্ষার্থীর একাডেমিক রেফারেন্স থাকতে হবে। শিক্ষর্থীকে অবশ্যই উচ্চমানের গবেষণা চালিয়ে যাওয়ার জন্য আগ্রহ ও সম্ভাবনা থাকতে হবে; আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা থাকতে হবে।

    আবেদন প্রক্রিয়া—
    ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটনের ডক্টরাল স্কলারশিপে আবেদনে সব প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। নির্বাচিত স্কলারদের ছয় থেকে আট সপ্তাহের মধ্যে নিউজিল্যান্ডের সম্পূর্ণ অর্থায়নে পিএইচডি বৃত্তি দেয়া হবে। আবেদনের কয়েকটি ধাপ লক্ষ্য করতে হবে।

    আবেদনের শেষ সময়—
    এ বৃত্তির জন্য বছরে তিনবার আবেদন করা যায়। ১ মার্চ, ১ জুলাই ও ১ নভেম্বরে আবেদন করা যায়।

    আবেদনের বিস্তারিত জানতে এ লিংকে প্রবেশ করুন।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4972

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…