biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজXDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশনbiggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাMonday , 2 October 2023
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • বিমানের রং সাদা হয় কেন?

    Link Copied!

    এক দেশে থেকে অন্য দেশে দ্রুত যাতায়াতের জন্য সবচেয়ে ভালো মাধ্যম উড়োজাহাজ বা বিমান। অনেকেই বিমানে চড়েছেন কিংবা আকাশে উড়ে যেতে দেখেছেন সাদা রঙের বিশাল বিমান। কখনো কি মনে প্রশ্ন জেগেছে আকাশী, নীল, সবুজ, হলুদ, গোলাপী, বেগুনি এত রঙ থাকতে বিমানের রঙ কেন সাদা হয়?

    কখনো কি মনে প্রশ্ন জেগেছে বিমানের রং সাদা হয় কেন? সাধারণ ভাবে এ প্রশ্ন মাথায় আসে না, কারণ বিষয়টা নিয়ে চিন্তা করা হয়নি। কিন্তু একটু ভাবলেই দেখবেন, বিষয়টা সত্যি। ব্যতিক্রম নিশ্চয়ই আছে। সেটা শেষ পর্যন্ত ব্যতিক্রমই। অধিকাংশ বিমানের রংই সাদা।

    বিমানের রং সাদা হওয়ার অনেকগুলো কারণ আছে। ভাবলে অবাক লাগবে, কিন্তু বিমানের রং সাদা করার সঙ্গে গরমকালে সাদা কাপড় পরার একটা যোগ রয়েছে! আসলে সাদা রং তাপকে শোষণ করে না। প্রতিফলিত করে দেয়। ফলে সাদা কাপড় পরলে যেমন গরম কম লাগে, তেমনই সাদা রংয়ের বিমানও সহজে গরম হয় না।

    আরও পড়ুন-   এক লাফে সোনার দাম কমলো ১৭৫০ টাকা

    বিমান আকাশে চলাচল করার সময় মাটি থেকে অনেকটা উপরে থাকে অর্থাৎ সূর্যের বেশ তাপ পরে সেখানে। তাছাড়া বিমানবন্দরে বিমান রাখা হয় খোলা আকাশের নিচে। এতে করেও সূর্যের প্রখর তাপ এসে লাগে বিমানে। সূর্য থেকে আসা ইনফ্রয়েড রশ্মির কারণে যেন বিমান গরম বা উত্তপ্ত না হয় এ জন্য ব্যবহার করা হয় সাদা রঙ। সূর্যের আলো সাদা রঙে পড়লে তা আবার ফিরে যায়। ফলে বিমান উত্তপ্ত হয় না এবং যাত্রীরা গরম অনুভব করেন না।

    তা ছাড়া, বিমানের রং সাদা হওয়ার ফলে বিমানের কোথাও ফুটো হলে, তেল চুঁইয়ে পড়লে বা কোনও ফাটল সৃষ্টি হলে সহজেই সেটা খুঁজে পাওয়া যায়। বিমান হারিয়ে গেলে খুঁজে বের করতেও সাহায্য করে এ সাদা রং। অরণ্য বা সমুদ্রের মতো জায়গাতেও খোঁজ মেলে বিমানের। দিনের বেলাতেই কেবল নয়, রাতের বেলাতেও সাদা রংয়ের জন্য সহজেই চোখে পড়ে বিমানকে।

    সাদা রঙ ব্যবহারের আরেকটি অন্যতম কারণ হলো অর্থনৈতিক কারণ। আর এই অর্থনৈতিক কারণটি হচ্ছে বিমানের খরচ বাঁচানো। বিমান ঠান্ডা, গরম, বৃষ্টি নানা আবহাওয়ায় চলাচল করে। সাদা ছাড়া যদি অন্য রঙ ব্যবহার করা হতো তবে নানা কারণে বিমানের রঙ নষ্ট হয়ে যেতো এবং বারবার রঙ করতে হতো। তাই সাদা রঙ বেছে নেওয়া হয়। কারণ এই রঙ সহজে মুছে যায় না। আর তাছাড়ও বিমানে সাদা রং করতে যা খরচ সেটা অন্য রংয়ের তুলনায় অনেক কম। এমনিতেই খুব বড় আকারের বিমান রং করার খরচ বিপুল। তাই সাদা রং করলে সেই বিশাল বাজেটকে অনেকটাই ম্যানেজ করা যায়।

    আরও পড়ুন-   কঠিন চ্যালেঞ্জে আছিঃ ওবায়দুল কাদের

    বিমান দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ হয় অনেক। দুর্ঘটনা এড়াতেও এই সাদা রঙ কাজ করে। যাত্রীবাহী বিমান আকাশে উড্ডয়নের আগে ভালোভাবে পরখ করে দেখা হয় কোথাও কোন ফাটল বা দাগ আছে কিনা! সাদা রঙ থাকায় দাগ সহজে দেখা যায় এবং সমস্যার সমাধান করা যায়।

    প্রায়ই শোনা যায় পাখির সাথে সংঘর্ষ হয়ে বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনাকে বলে বার্ড স্ট্রাইক। সাদা রঙের বিমান হলে এই দুর্ঘটনা অনেকটা কমার সম্ভাবনা থাকে। নীল আকাশে পাখি ওড়ার সময় সহজেই সাদা রঙ দেখতে পায়। ফলে দুর্ঘটনা এড়ানো যায়।

    তবে, সামরিক কিংবা ব্যক্তিগত বিমানের রঙ বিভিন্ন রঙের হলেও বেশিরভাগ যাত্রীবাহী বিমানের রঙ সাদা হয়ে থাকে। বাংলাদেশের বেশিরভাগ বিমানের রঙ সাদা। বিমান সাদা হওয়ার কারণেই রাতের আকাশের দিকে তাকিয়েও আমরা বিমান দেখতে পারি।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4964

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০