ঢাকাWednesday , 21 September 2022
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • সাফ জয়ীদের কারণে ঢাকার রাস্তায় যানজট

    জে এম আলী নয়ন
    September 21, 2022 5:14 pm
    Link Copied!

    ঢাকাবাসী প্রথমবারের মতো এই যানজটকে উপভোগ করছে। যদিও ঢাকার রাস্তার প্রতিদিনের যানজট বিরক্তিকর; বিশেষ করে ঢাকাবাসীর জন্য, যারা ঢাকায় যাতায়াত করেন তাদের জন্য বিরক্তিকর। অনেক বিরক্তিকর।

    কিন্তু ঢাসাবাসীরা আজকে যানজকে একটু উপভোগ করবে।
    কেননা আজকে যে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ নারী ফুটবল দল শীতের দেশের শীতল আবহাওয়ায় উষ্ণতা ছড়িয়ে দিয়ে দেশে ফিরেছে বীরের বেশে।

    আরও পড়ুন- ছাদখোলা বাসে চড়ে বাফুফের পথে ‘সাফ চ্যাম্পিয়ন’ সাবিনারা

    বীরের বেশে তাদের কে বরণ করে নিচ্ছে দেশবাসী। তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মতিঝিলের আরামবাগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে ভবন রয়েছে সেখানে আসবে। তাদের আসার রাস্তা টা হচ্ছে এয়ারপোর্ট- বনানী- কাকলী হয়ে মহাখালী ফ্লাইওভার হয়ে জাহাঙ্গীর গেট হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এসে বিজয় সরণি থেকে বামে মোড় নিয়ে বিজয় স্মরণী ফ্লাইওভার দিয়ে এসে তিব্বত যে কোম্পানিটা আছে তিব্বত কোম্পানির পাশে এসে আবার ডানে মোড় নিয়ে তারা মগবাজার ফ্লাইওভার এর উপর দিয়ে সরাসরি কাকরাইলের চলে আসবে। কাকরাইল থেকে ভিআইপি রোড দিয়ে তারা চলে আসবে আরামবাগ মোড় হয়ে মতিঝিল দিয়ে ঘুরে তারা বাফুফে অফিসে যাবে।

    এই সময় যে যানজট টা হবে আশা করছি ঢাকাবাসী এটাকে আশা করছি ঢাকাবাসী এটাকে আসলে সফলতার একটি যানজট হিসেবে দেখবে।

    (ফেসবুক থেকে)

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon বিজ্ঞাপন

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4972

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…