ক্লাব৩০ এর আয়োজনে “টি-১০ ক্রিকেট ব্যাটল ২০২৩ টুর্নামেন্টের ৪র্থ সেশনে”র খেলা শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর কলাবাগান ক্রিড়া চক্র মাঠে অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ পর্বে আজ ‘এ’ গ্রুপের খেলা অনুষ্ঠিত হয়। এতে দিনের দুইটি ম্যাচ খেলে দুই ম্যাচেই জয় তুলে নিয়ে লক্ষ্মীপুর রয়েলস্ ক্রিকেট দল।
দুপুর ১ টার সময় টসে জিতে ব্যাট করতে নেমে লক্ষ্মীপুর রয়েলস্ ৪ উইকেট হারিয়ে ১০ ওভারে ১২৫ রান নিজেদের ঝুলিতে ভরতে সক্ষম হয়। লক্ষ্মীপুর রয়েলস্’র পক্ষে সোহাগ আদর ২১ বলে ৭টি ছয় আর ১টি চারের বাউন্ডারি খেলে ৫০ রান সংগ্রহ করেন। এদিকে রায়হান বাগমার নট আউট থেকে ২০ বলে ৪টি ছয় আর ২টি চার নিয়ে সংগ্রহ করে ৩৯ রান।
জবাবে ৯৯ নওয়াব ওয়ারিয়রস ১২৫ রানের লক্ষ তাড়া করতে নেমে ব্যাট হাতে যেনো ক্রিজে থাকতেই পারছেন না ব্যাটাররা। ৯৯ নওয়াব ওয়ারিয়রস ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০২ রান। ১৮ বলে ৪টি ছয় আর ১টি চার মেরে সর্বোচ্চ রান ৩৯ করেন শামিম শাহানজিম।
এতে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে লক্ষ্মীপুর রয়েলস্’র রায়হান বাগমার।
দিনের দ্বিতীয় ম্যাচে একই মাঠে হোম অফ ক্রিকেট দলের বিপক্ষে খেলে লক্ষ্মীপুর রয়েলস্। এতে হোম অফ ক্রিকেট টসে জিতে ব্যাট হাতে মাঠে নেমে ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৬৪ রান। সর্বোচ্চ ১৯ বলে ৩৪ রান করেন রোকন নাজ।
জবাবে লক্ষ্মীপুর রয়েলস্ ব্যাট করতে নেমে ১ উইকেট খুইয়ে মাত্র ৩ ওভার ২ বল খেলে ৬৫ রান তুলে নিয়ে জয়ের হাওয়া গায়ে মাখে দল। ওপেনিং ব্যাটসম্যান সোহাগ আদর শূন্য রানে আউট হলে মাঠে নামেন সোহেল। পরে সোহেল সহ অপর ওপেনিং ব্যাটার সুমন আহমেদ জুটি বেঁধে ৬৫ রান করে তুলে জয়ের লক্ষে পৌঁছে যায়। ৩টি ছয় আর ১টি চার নিয়ে ৮ বল খেলে ২৩ রান সংগ্রহ করে সুমন আহমেদ। এদিকে ততোক্ষণে ৬টি ছয় আর ১টি চারে ১১ বল খেলে সোহেলের ঝুলিতে সংগ্রহ হয় ৪১ রান।
এতে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে লক্ষ্মীপুর রয়েলস্’র সজিব হোসেন।