biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাTuesday , 5 September 2023
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • ইউনিয়ন পরিষদের সৌর প্যানেলসহ আববারপত্র খুলে নিলেন চেয়ারম্যান

    Link Copied!

    নেত্রকোণার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার-২ (কদমশ্রী সকাল বাজার) থেকে সৌর প্যানেলসহ আসবাবপত্র, দরজা ও জানালার পর্দা খুলে নিয়ে গেছেন ইউপি চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম খান মামুন। গত কয়েকদিন আগে এসব জিনিসপত্র তিনি পরিষদ ভবন থেকে বাড়িতে নিয়ে যান।

    এ বিষয়ে জানতে চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি তিনি স্বীকার করে বলেন, ‘আমি ইউনিয়ন পরিষদ থেকে সৌর বিদ্যুৎ সহ কিছু আসবাব বাসায় এনেছি। একটি সৌর বিদ্যুৎ আমার ইঞ্জিল চালিত টলারে লাগিয়েছি আরেকটি মসজিদে দিয়েছি প্রয়োজনের সেগুলো ফেরত দিয়ে দেব।’

    আরও পড়ুন-   মদনে ভিজিএফের চাল বিতরণ ইউপি চেয়ারম্যানের বাড়িতে


    সোমবার (৪ সেপ্টেম্বর) সরেজমিনে কদমশ্রী সকাল বাজারে গেলে বর্তমান ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম বলেন, ‘আমাদের পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের ডিজিটাল সেন্টারে প্রায় ৯ টি সৌর বিদ্যুৎ প্যানেল ও ১৬ টি বড় ব্যাটারি ছিল। এগুলো চেয়ারম্যান কাউকে কিছু না জানিয়ে নিজ ক্ষমতা বলে নিয়ে গেছে।’

    সাবেক ইউপি সদস্য রমজান মিয়া জানান, ২০১৩-২০১৪ অর্থবছরে প্রায় ১২ লক্ষ টাকা মূল্যমানের সৌর বিদ্যুৎ প্যানেলগুলো স্থাপন করে আইসিটি মন্ত্রণালয় হতে। মাইদুল ইসলাম খান মামুন চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমাদের উক্ত ডিজিটাল সেন্টারটি বন্ধ করে দেয়। ডিজিটাল সেন্টারের আসবাবপত্রসহ সৌর বিদ্যুৎ প্যানেল নিজ ক্ষমতা বলে খুলে নিয়ে তার নিজ বাসভবনে ও তার ইঞ্জিল চালিত টলারে এবং ব্যবসায়িক কাজে ব্যবহার করছে।’

    আরও পড়ুন-   এশিয়া কাপ শেষ শান্তর, দলে লিটন

    কদমশ্রী সকাল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের জন্য এ ডিজিটাল সেন্টারটি খুবই গুরুত্বপূর্ণ। এখানকার মালামাল চেয়ারম্যান এভাবে নিয়ে যাওয়াটা আমরা মেনে নিতে পারছি না। এ ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি এবং পুনরায় ডিজিটাল সেন্টারটি চালু করার জন্য জোর দাবি জানাচ্ছি।’

    স্থানীয় বাসিন্দা রেজাউল করিম পলাশ বলেন, ‘পরিষদের আসবাবপত্র চেয়ারম্যান নিজ বাড়িতে নিয়ে গেছেন- যা কোন সভ্য মানুষের কাজ নয়।’

    স্থানীয় বাসিন্দা অয়েছ উদ্দিন ও আবুল কালাম অভিযোগ করে বলেন- আমাদের চেয়ারম্যানের কাছ থেকে মৃত্যু নিবন্ধন নিতে ৫’শ থেকে ৭’শ টাকা ও নাগরিক সনদপত্র নিতে ২’শ থেকে ৩’শ টাকা পর্যন্ত দিতে হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া বলেন, ‘চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার ভূমি শাহানুর রহমানকে প্রদান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    আরও পড়ুন-   উপকারী কয়েকটি দোয়া

    উল্লেখ্য, এর আগেও উক্ত গোবিন্দশ্রী ইউনিয়নের চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন এর বিরুদ্ধে ভিজিএফের চাল বিতরণের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ আছে তিনি ভিজিএফ কার্ডধারীদের চাল ইউনিয়ন পরিষদে বিতরণ না করে তিনি তার নিজ বাড়িতেই নিজের অনুগত মানুষ দিয়ে বিতরণ করছেন। ভিজিএফ কার্ডধারীদের মাঝে কার্ড বিরতণ না করে তিনি তার নিজের তৈরি করা স্লিপ দিয়ে চাল বিতরণ করছেন।

    তাছাড়াও চাল পরিমাপ করার জন্য পরিমাপ যন্ত্রের এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে বালতি। এতে সাধারণ মানুষের কপালে মিলেছিল ১০ কেজি চাল এর পরিবর্তে ৭-৮ কেজি চাল।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ  
  • আমাদেরকে ফলো করুন…