সিরাজগঞ্জের চৌহালীতে ১০ টি প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন ভূমিহীন ও গৃহহীন পরিবার।
বুধবার (৯ আগস্ট) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপকার ভোগীদের হাতে খাদ্য সামগ্রী ও নতুন ঘরের চাবি হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায় ও চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক সরকার ।
আরও পড়ুন- মর্যাদাপূর্ণ ‘রোবোসাব ২০২৩’ এ রানার আপ ব্র্যাকইউ ডুবুরি
এ সময় চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান, সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার ও পিআইও হেকমত আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।