biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজXDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশনbiggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাTuesday , 1 August 2023
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • যাত্রাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

    Link Copied!

    রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়ায় পুকুরের পানিতে ডুবে সিয়াম (১১) ও সাফিনুর বাবু (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় সিয়ামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাবুকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    মঙ্গলবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী কোনাপাড়া শাহরিয়ার স্টিল মিলের পাশের একটি পুকুরে এই ঘটনা ঘটে।

    মৃত সিয়ামের চাচাতো ভাই মনসুর মিয়া জানান, নিহত দুই শিশুর পরিবারই থাকেন কোনাপাড়ার ফোম ফ্যাক্টরি গলির অহিদ মিয়ার বাড়িতে। বেলা সাড়ে ১১টার দিকে কয়েক শিশুর মাধ্যমে তিনি খবর পান, শাহরিয়ার স্টিল মিলের পাশে পুকুরে ডুবে গেছে সিয়াম ও বাবু। তখন তিনি দৌড়ে পুকুরের দিকে যাওয়ার পথে দেখেন, স্থানীয়রা তাদেরকে পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। তখন তাদের দুজনকেই প্রথমে স্থানীয় ফেমাস হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তিনি সিয়ামকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

    আরও পড়ুন-   পলাতক আসামির মুখে এত বড় কথা আসে কোথা থেকে

    মৃত সিয়ামের বাবার নাম বাবলু মিয়া। তাদের বাড়ি নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার নুরুল্লারচর গ্রামে। বাবা মায়ের একমাত্র সন্তান সিয়াম স্থানীয় একটি মাদরাসায় শিশু শ্রেণিতে পড়ত।

    এদিকে মৃত বাবুর মামাতো ভাই মোঃ রুমন মিয়া জানান, বাবুর বাবার নাম জজ মিয়া ও মা নুরজাহান। তাদের বাড়ি নেত্রকোণা জেলারর মোহনগঞ্জ উপজেলার নাগড়া গ্রামে।

    তিনি আরও জানান, স্টিল মিলের পাশে একটি মাঠে সিয়াম, বাবুসহ কয়েকজন শিশু মিলে খেলাধুলা করে। এরপর সেখানে পুকুরে গোসল করতে নামে সবাই। তখন পুকুরের পানিতে তলিয়ে যায় এই দুই শিশু। পরে স্থানীয়রা উদ্ধার করে বাবুকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।

    আরও পড়ুন-   প্রধান বিচারপতি অবসরে যাবেন, তাই কৃতজ্ঞতা প্রকাশে সাক্ষাৎ করেছিঃ সিইসি

    চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) মোঃ বাচ্চু মিয়া সিয়ামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

    যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানান, পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    জে এম আলী নয়ন

    সর্বমোট নিউজ: 4964

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ 
  • আমাদেরকে ফলো করুন…