গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪

আদালতের নতুন সময়সূচি নির্ধারণ

শীর্ষ সংবাদ ডেস্কঃ
আগস্ট ২৩, ২০২২ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা আদালতের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছেন। যা দেশের আদালতের বিচারকার্য পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও দেশের সব নিম্ন  আদালতের জন্য বলবত থাকবে।

মঙ্গলবার (২৩ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুসারে, আগামী ২৫ আগস্ট থেকে আপিল বিভাগ আগের নিয়মেই সকাল ৯টায় বিচারকার্য পরিচালনার জন্য বসবেন। হাইকোর্ট বিভাগে বিচারকার্য শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে। চলবে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত।

আর দেশের সব নিম্ন আদালতে সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিচারকাজ শুরু হয়ে চলবে বিকাল পৌনে ৩টা পর্যন্ত। মাঝে এক ঘণ্টার বিরতি থাকবে।

এর আগে বিকাল ৪টা থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়নঃ

সর্বমোট নিউজ: 5167

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।