ঢাকাWednesday , 3 January 2024

প্রার্থিতা ফিরে পেলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী পবন

Link Copied!

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য স্বতন্ত্র (ঈগল) প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান পবন উচ্চ আদালত থেকে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।

বুধবার (৩ জানুয়ারি) বিচারপতি মোঃ ইকবাল কবির এবং বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি শীর্ষ সংবাদকে নিশ্চিত করছেন পবনের আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাত।

আরও পড়ুন—    লক্ষ্মীপুরে ডিসি-এসপিকে হুমকি দেওয়া পবনের প্রার্থিতা বাতিল

এর আগে মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ইসির উপ-সচিব মোঃ আব্দুছ সালাম স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচনী অপরাধ ও অনিয়মের অভিযোগ এনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।

এদিকে বুধবার বিকেল ৪ টার পবন তার ফেইসবুক একাউন্টে একটি পোস্ট দিয়ে প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি পোস্টে লিখছেন- আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে অনেক শুকরিয়া! অবশেষে আইনি লড়াইয়ের মাধ্যমে প্রার্থিতা ফেরত পেলাম। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং নির্বাচন কমিশনের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার জন্যে।

আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-০১ (রামগঞ্জ) আসনের জনগণের প্রতি সালাম, অনেক কৃতজ্ঞতা এবং সম্মান জানাচ্ছি।

পবন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের স্বতন্ত্র (ঈগল) প্রার্থী হিসেবে নির্বাচন মাঠে নৌকার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়ছেন।

আরও পড়ুন—    লক্ষ্মীপুরের ডিসি-এসপিকে তিন দিনের মধ্যে বদলির হুমকি দিলেন স্বতন্ত্র প্রার্থী

গত ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ২২ মিনিটে পবন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে ০১৯০৪৮৩১৮৮৪ নম্বর থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে অশোভন কথা বলেন। তিনি রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারকে তিন দিনের মধ্যে বদলিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের বিষয়ে ভয়ভীতি ও হুমকি প্রদান করেছেন।

এ বিষয়ে ব্যবস্থা নিতে গত ৩০ ডিসেম্বর ইসি সচিব বরাবর চিঠি পাঠান সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। তদন্তে সত্যতা পাওয়ায় রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ এর ধারা ৯১ই এর কজ (২) এর বিধান অনুযায়ী লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী পবনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয় ইসি। এতে মঙ্গলবার পবনের প্রার্থিতা বাতিল করা হয়। দ্বাদশ সংসদ নির্বাচনে সারা দেশের মধ্যে প্রার্থিতা বাতিলের ঘটনা এটিই প্রথম।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

সর্বমোট নিউজ: 4964

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
  • আমাদেরকে ফলো করুন…