সরকার ঘোষিত জনস্বার্থ পরিপন্থি হজ্জ্ব প্যাকেজকে (হজ্জ্ব প্যাকেজ ২০২৩) অবৈধ ঘোষণা করা হবে না এবং প্যাকেজ কেন কমিয়ে নির্ধারণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ জনস্বার্থে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (৮ জানুয়ারি) এ আদেশ দেন।
আরও পড়ুন— ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড
বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী মোঃ আশরাফ-উজ জামান।
তিনি বলেন, ‘হেজ্জ্বের সময় সব বিমানকে যাত্রী পরিবহন করার সুযোগ দেওয়া প্রয়োজন বলে পর্যবেক্ষণ দেন আদালত। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আশরাফ-উজ জামান ও অ্যাডভোকেট পারভেজ হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আহসান উল্লাহ, অ্যাডভোকেট হুমায়ুন কবীর তামিম, অ্যাডভোকেট আজিজুল ইসলাম ও অ্যাডভোকেট মোঃ ওমর ফারুক।