biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাThursday , 6 July 2023
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • তামিমের বিদায়, কে হচ্ছেন পরবর্তী অধিনায়ক?

    Link Copied!

    চট্টগ্রামে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে রশিদ-নবিদের কাছে ১৭ রানে হেরেছেন টাইগাররা। তবে এই হার এড়িয়ে আলোচনায় লাল-সবুজের অধিনায়ক তামিম ইকবালের বিদায়। তার বিদায়ের পর পরবর্তী নেতৃত্বে কে আসছেন এটিই দেখার বিষয়।

    হঠাৎ করেই আজ বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর দেড়টার দিকে সংবাদ সম্মেলনে তামিম বিদায় ঘোষণা দিয়েছেন। তবে কী কারণে বিদায় বললেন সেটি এখনো খোলাসা করেননি দেশসেরা এ ওপেনার।

    XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

    এদিকে সূত্র বলছে, তামিমের রহস্যময় ইনজুরি নিয়ে বিরক্ত বিসিবির একটি অংশ। তাই অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের বিষয়টি বিবেচনায় তাকে (তামিম) আর ওয়ানডে দলের নেতৃত্বে রাখা যায় কিনা, তা নিয়েও আলোচনা হয়েছে।

    আরও পড়ুন-   আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিমের

    এ ছাড়া এশিয়া কাপ ও ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজও বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নাকি নিতে যাচ্ছেন বিসিবির কর্তারা। অনেকেই আবার সম্ভাব্য নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকেই এগিয়ে রাখছেন।

    আগামী বিশ্বকাপ সামনে রেখে বিসিবি অধিনায়ক নির্ধারণ করবেন। আলোচনায় আছেন যারা, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সাকিব আল হাসান ও ওপেনার লিটন কুমার দাস। অধিনায়ক হওয়ার তালিকায় প্রথম পছন্দই সাকিব। বিতর্কিত হলেও বোলিং ও ব্যাটিংসহ বয়সে অভিজ্ঞতা তাকে এই পদে নিয়ে আসতে পারে।

    এ ছাড়া তিনি টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক। দল পরিচালনায় তার একটি সুনাম আছে। তাই নেতা হিসাবেও ঘুরেফিরে এখন বিশ্বসেরা অলরাউন্ডারের নামই আসছে। সামনে এশিয়া কাপ, এর পর বিশ্বকাপ।

    দ্বিতীয় লিটন কুমার দাস, যিনি বর্তমান সহঅধিনায়ক হিসেবে দলে রয়েছেন। তাকেও নির্ধারণ করতে পারে বিসিবি। এখন দেখার বিষয়— কে হচ্ছেন পরবর্তী অধিনায়ক।

    আরও পড়ুন-   বৃষ্টি আইনে ১৭ রানে আফগানিস্তানের জয়

    অন্যদিকে আফগান বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শতভাগ ফিটনেস ঠিক না থাকার পরও খেলেন নিয়মিত অধিনায়ক তামিম। বিশ্বকাপ সামনে রেখে বিষয়টি কোচ থেকে শুরু করে বিসিবি সভাপতি কেউ ভালোভাবে নেননি।

    তবে সিরিজ চলাকালেই তামিমের ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে সিরিজের বাকি দুই ওয়ানডেতে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন দেশসেরা এ ব্যাটার।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ  
  • আমাদেরকে ফলো করুন…