বাংলাদেশের উত্তর জনপদের গাইবান্ধা জেলার প্রান্তিক এবং অতি-দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নের জন্য, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ -গাইবান্ধা এরিয়া প্রোগ্রাম শীর্ষক একটি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করেছে।
দীর্ঘমেয়াদী উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ২০৩২ সাল পর্যন্ত দশ বছর মেয়াদী প্রকল্পের মাধ্যমে গাইবান্ধা জেলার ৪,০০০ শিশুসহ প্রায় ১৬,০০০ পরিবারের অর্থনৈতিক উন্নয়ন; শিশুদের সুরক্ষা ও শিক্ষা, পরিবারের স্বাস্থ্য, পুষ্টি, পানি ও পয়ঃনিষ্কাশনের জন্য কাজ করে যাবে সংস্থাটি।
আজ সোমবার (২২ আগস্ট) সকালে গাইবান্ধা জেলার শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে প্রকল্পের উদ্বোধন এবং অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জনাব মোঃ অলিউর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, এমপি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ডিরেক্টর- অপারেশনস্ এ্যান্ড প্রোগ্রাম কোয়ালিটি চন্দন জেড গোমেজ, বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, গাইবান্ধা পৌরসভা মেয়র মোঃ মতলুবর রহমান এবং বীরমুক্তিযোদ্ধা জনাব মাহমুদুল হক শাহজাদাসহ আরো অনেকে।
ওয়ার্ল্ড ভিশনের এই দীর্ঘমেয়াদী প্রকল্প শিশুসহ হত-দরিদ্র মানুষের কল্যাণে ও পরিবারের টেকসই উন্নয়নে ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তরা। পাশাপাশি গাইবান্ধা জেলার হতদরিদ্র মানুষের জন্য দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহন করায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে কৃতজ্ঞতা জানিয়ে এলাকার সার্বিক উন্নয়নে একে অপরের সহযোগী হিসেবে কাজ করার আশ্বাস প্রদান করেন।