বর্তমানে বলিউডে যেন বইছে ‘বয়কট’ ঝড়। কথায় কথায় টুইটারে ট্রেন্ড হচ্ছে সিনেমা বয়কটের। সর্বশেষ এই ট্রেন্ডে পড়েছে আমির খান অভিনীত “লাল সিং চাড্ডা”।
মুক্তি প্রতীক্ষিত বেশ কিছু সিনেমাও বয়কট প্রবণতার মুখে। এর অন্যতম রণবীর-আলিয়ার “ব্রহ্মাস্ত্র”।
টুইটারে এমন বয়কট ট্রেন্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। নিজ সিনেমার সংলাপ ধার করে তিনি বলেন, ‘কাউকে এতটা ভয় দেখিও না যে, ভয়টাই শেষ হয়ে যায়…।’
দোবারা নামের সিনেমার প্রচারে বৃহস্পতিবার কলকাতায় আসেন অভিনেত্রী। সেখানেই বয়কট ট্রেন্ড নিয়ে মুখ খোলেন তিনি।
দক্ষিণী সিনেমার দাপটে বলিউড সিনেমার বাজার মন্দা। এরই মধ্যে ধর্মসহ নানা ইস্যু খুঁজে একের পর এক চলছে সিনেমা বয়কটের ডাক।
যারা এই বয়কটে গা ভাসাচ্ছেন, তাদের উদ্দেশে তাপসী বলেন, “এখন যে বয়কট ট্রেন্ড চলছে, সেই স্রোতে অনেকেই গা ভাসিয়েছেন। আমি এটাই বলব, যার সিনেমা দেখতে ইচ্ছা হবে না, সে দেখবে না। ওই টুইটার ট্রেন্ড দিয়ে কিছু হয় না।
‘আমার সিনেমারই তো একটা সংলাপ রয়েছে, ‘কাউকে এতটা ভয় দেখিও না যে, ভয়টাই শেষ হয়ে যায়।’ কাজেই এসব বয়কট ট্রেন্ড আর আমার ওপর আলাদা করে কোনো প্রভাব ফেলে না।”
তাপসী অভিনীত দোবারা মুক্তি পেয়েছে শুক্রবার। এটি স্প্যানিশ সিনেমা মিরাজ-এর অফিশিয়াল হিন্দি রিমেক।
অনুরাগ কাশ্যপ পরিচালিত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাপসী।