কিছু কিছু সময় কেবল একলা যাপনের। দূরে কোথাও, নিজের সঙ্গে একা। রোজকার ব্যস্ততা ভুলে দু’দণ্ড জিরিয়ে নেওয়া। আপাতত তেমন একান্ত-যাপনের খোঁজেই সৈকতে পাড়ি দিয়েছেন বলিউডের হট অ্যান্ড বোল্ড বিউটি এশা গুপ্তা। অভিনয়ের জন্য তিনি যতটা না চর্চায় থাকেন তার চেয়ে বেশি থাকেন বোল্ড লুকের কারণে।
আরও পড়ুন— সৈকতে বিকিনি পরে ঝড় তুললেন নোরা ফাতেহি
সম্প্রতি সোশ্যালে বিকিনি লুকে বোল্ড অবতারে অভিনেত্রীর চমকপ্রদ ছবি প্রকাশ্যে এসেছে। যা দেখার পর নেটিজেনদের ঘুম হারাম। ছবিতে এশা বিভিন্ন রঙের বিকিনি পরেছেন এবং বিভিন্ন স্টাইলে পোজ দিচ্ছেন।
কিছু ছবি সমুদ্র সৈকতে এবং কিছু ছবিতে তাকে সুইমিং পুলের কাছে দেখা যাচ্ছে। অভিনেত্রীর উষ্ণতায় নেটিজেনরা মুগ্ধ। অনুরাগীরা কমেন্ট বক্সে লাল হৃদয়ের ছবি দিয়ে ভাসিয়ে দিচ্ছেন।