এ প্রজন্মের সম্ভাবনাময়ী অভিনয়শিল্পী সিয়াম মৃধা ও সায়লা সাথী। নিয়মিত নাটক-মিউজিক ভিডিওতে অভিনয় করছেন তারা। তারই ধারাবাহিকতায় তারা দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন একটি একক নাটকে। নাম ‘পাগলী তোর পাগলা হতে চাই’। নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মামুন অর রশিদ।
নাটকটি শনিবার (২৭ আগস্ট) একটি ইউটিউব চ্যানলে মুক্তি পেয়েছে। নাটকটি অন্তর্জালে মুক্তি পাওয়ার পর ব্যাপক সাড়া ফেলে। একদিনের মাথায় নাটকটি ইউটিউবে এক মিলিয়ন ও ফেসবুকে এক কোটি ভিউ অতিক্রম করেছে। ক্রমেই বাড়ছে ভিউ। নাটকটিতে সিয়াম ও সাথীর জুটি প্রশংসিত হয়েছে।
এমন সাফল্যের পর দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাটকটির প্রধান চরিত্র সিয়াম মৃধা বলেন, প্রথমে ধন্যবাদ জানাই আমার পরিচালক ও সহশিল্পীকে। মিডিয়াতে আমার পথচলা বেশিদিন হয়নি। অল্প দিনেই বেশকিছু কাজ প্রশংসিত হয়েছে। এই নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলছে। আশা করি, সবারই নাটকটি পছন্দ হবে।
সায়লা সাথী বলেন, দ্বিতীয়বারের মতো সিয়াম আমি জুটি বেঁধে কাজ করেছি। আমাদের প্রথম কাজটিও বেশ সাড়া ফেলেছিল। এই নাটকটি এত সাড়া ফেলবে বুঝতে পারিনি। দর্শক অভাবনীয় সাড়া দিচ্ছে। সবাইকে ধন্যবাদ। দর্শকদের চাহিদায় আমাদের আগামীতেও একসঙ্গে জুটি হিসেবে দেখা যাবে।