ঢাকাThursday , 27 April 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া ও কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

উলিপুরে নিয়োগ বাণিজ্য করতে নিয়োগ বিধি উপেক্ষা

Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে নিয়োগ বাণিজ্য করতে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বিধি ২০২১ উপেক্ষা করা হয়েছে। গভর্নিং বডির সভাপতির ছেলেকে নিয়োগ নিতে এমনটা করা হয়েছে বলে জানায় অন্যান্য নিয়োগ প্রার্থীদের কাছ থেকে।জানা গেছে, বাগুয়া অনন্তপুর স্কুল এন্ড কলেজে আয়া, নিরাপত্তা কর্মী ও অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলতি বছরের ফেব্রুয়ারীর ৩ তারিখে প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে অফিস সহায়ক পদে জেএসসি/জেডিসি উত্তীর্ণের বাধ্য বাধকতা রাখা হয়। ফলে নিয়োগ পেতে অফিস সহায়ক পদে ৮ জন প্রাথী আবেদন করেন।

আরও পড়ুন- উলিপুরে অবৈধ নিয়োগ বৈধতা দিতে মাধ্যমিক শিক্ষা অফিস কর্মকর্তা কর্মচারীদের ভূঁড়িভোজ

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) নিয়োগ সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিয়োগ বোর্ড গঠন করে। ওই বোর্ডে ডিজির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ জাহান। অফিস সহায়ক পদে জেএসসি/ জেডিসি উত্তীর্ণদের মধ্য হতে নিয়োগ না দিয়ে অষ্টম শ্রেণির উত্তীর্ণ ভুয়া সদনধারীকে নিয়োগ দেয়া হয়।

সরেজমিন গিয়ে জানা গেছে, গভর্ণিং বডির সভাপতি আইয়ুব আলীর ছেলে নাহিদ হাসানকে অফিস সহায়ক হিসেবে নিয়োগ দিতে অষ্টম শ্রেণি উত্তীর্ণ ওই সদনটি বানিয়ে দিয়েছেন অধ্যক্ষ মোস্তাফিজার রহমান।

আরও পড়ুন- উলিপুরে ভুয়া শিক্ষক ও অভিভাবক দিয়ে গভর্নিং বডি গঠনের অভিযোগ

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ তারিকুল ইসলাম বলেন, অষ্টম শ্রেণি আর জেএসসি/জেডিসি সমমান।

এর আগে উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানটি নিয়ে চলতি বছরের জানুয়ারী মাসের ৪ তারিখ উলিপুরে অবৈধ নিয়োগ বৈধতা দিতে মাধ্যমিক শিক্ষা অফিস কর্মকর্তা কর্মচারীদের ভূঁড়িভোজ এবং চলতি মাসের ১৭ তারিখে উলিপুরে ভুয়া শিক্ষক ও অভিভাবক দিয়ে গভর্নিং বডি গঠনের অভিযোগ শিরোনামে শীর্ষ সংবাদে দুটি সংবাদ প্রকাশ করা হয়েছিল।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ  
  • আমাদেরকে ফলো করুন…