রোববার সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নটাবাড়িয়া উত্তরপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মাজেদা বেওয়া (৬০) নামের একজন নিহত হয়েছেন। নিহত মাজেদা বেওয়া নটাবাড়িয়া গ্রামের মৃত আকতার মন্ডলের স্ত্রী।
মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম বলেন, সকালে নিজ বাড়ি থেকে রাস্তা পার হয়ে দেবরের বাড়িতে যাচ্ছিলেন মাজেদা। এসময় বনপাড়াগামি বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে মাজেদা বেওয়া আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় কেউ লিখিত অভিযোগ করে নাই। অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরও দেখতে পারেন-
⇒ স্মার্টফোন ছাড়াই ল্যাপটপ-ডেস্কটপে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ
⇒ অক্টোবর হতে ফেসবুক লাইভে বিক্রি করা যাবে না কোনো পণ্য!
⇒ রাজনীতিতে ‘ফিরছেন’ সোহেল তাজ
⇒ আফগানিস্তানে নারীদের বিক্ষোভ, দমনে তালেবানের ফাঁকা গুলি
⇒ বাংলাদেশের অর্থনীতি এখন আর বৈদেশিক সাহায্যনির্ভর নয়: স্পিকার