ঢাকাFriday , 12 August 2022
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া ও কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি

খুলনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

Link Copied!

খুলনায় ট্রাকের ধাক্কায় মেজবাহ উদ্দীন (২২) নামের এক মোটরসাইকেল চালক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে নগরীর হরিণটানা থানার গাজীর মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেজবাহ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার নজরুল ইসলামের ছেলে। একই ঘটনায় মোটরসাইকেলের আরোহী মাসুম বিল্লাহ নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছে। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার পৌনে ৮ টার দিকে মোটরসাইকেলে মেজবাহ উদ্দীন ও মাসুম বিল্লাহ ময়ূরব্রিজ পার হয়ে জয়বাংলা মোড়ের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি ওই এলাকার গাজী মার্কেটের নিকট পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ওই দুইজন মোটরসাইকেল থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে যায়। এসময় ট্রাকের একটি চাকা মোটরসাইকেলচালক মেজবাহ উদ্দীনের শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই  মেজবাহ’র মৃত্যু এবং মাসুম বিল্লাহ গুরুতর আহত হয়।

হরিণটানা থানার ওসি মো. ইমদাদুল হক বলেন, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে মৃত ও অপরজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। তারা সকালে খুলনায় কাজে এসেছিল। কাজ শেষ করে রাতে তারা পাটকেলঘাটায় ফিরে যাচ্ছিল। তবে ঘাতক ট্রাক বা চালক কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

শীর্ষসংবাদ/নয়ন

Share this...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ  
  • আমাদেরকে ফলো করুন…