biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ
ঢাকাSaturday , 8 October 2022
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর
  • শেয়ার করুন-

  • Xrovertourism rovaar ad বিজ্ঞাপন
  • উজ্জীবিত বাংলাদেশের সামনে এবার শক্তিশালী ভারত

    Link Copied!

    সাত রংয়ের চায়ের দেশ সিলেটে এখনো নারী এশিয়া কাপ রং ছড়াতে পারেনি। যদিও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে নারী এশিয়া কাপ নিয়ে আগ্রহ। মাঠমুখী হচ্ছেন স্থানীয় দর্শকরা। লাল-সবুজের দলের সাফল্য এলে সেটি যে আরও বাড়বে তা নিশ্চিত। স্বাগতিক বাংলাদেশ এবার খেলতে নামছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ভারতের বিপক্ষে।

    সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার (৮ অক্টোবর) দুপুর দেড়টায় শক্তিশালী ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সন্দেহাতীতভাবে স্বাগতিক শিবিরের জন্য এটি ‘বিগ ম্যাচ’। ভারত বলে কথা।

    যেমনভাবে এই ম্যাচ নিয়ে বাংলাদেশের ব্যাটার মুর্শিদা খাতুন বলছিলেন তারা ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলা হলে শতভাগ উজ্জীবিত হন। পাকিস্তানের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছিল বাংলাদেশকে। সেই ম্যাচে ছিলেন না মুর্শিদা। পরের ম্যাচেই দলে ফিরে ফিফটি করা মুর্শিদা ভারত নিয়ে বলছিলেন এভাবে, ‘ভারত, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেললে ৯০ শতাংশ থেকে ১০০ শতাংশে এনার্জি লেভেল চলে আসে।’

    শতভাগ শক্তিতে উজ্জীবিত হলেও ভারতের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স বলছে ভিন্ন কথা। এখন পর্যন্ত ১২ বার খেলেছে ভারতের বিপক্ষে। ১০ বারই হারতে হয়েছে বাংলাদেশকে। দুটি জয় এসেছে গত এশিয়া কাপে— একটি গ্রুপপর্বে, আরেকটি ফাইনালে। এশিয়া কাপে ভারত খেলেছে ৩৯টি ম্যাচ। তাতে হেরেছে মাত্র তিনটি ম্যাচে। বাংলাদেশের বিপক্ষে দুটি ছাড়া পাকিস্তানের বিপক্ষে হেরেছে গতকাল। সেই হারের পরদিনই ভারতকে নামতে হচ্ছে বাংলাদেশের বিপক্ষে।

    আরও পড়ুন- ২০০ মিটার সড়কে নাকাল ১৫ গ্রামের মানুষ

    তাতে খুব একটা চিন্তিত নন ভারত কোচ রমেশ পাওয়ার। এই হার তাদের মানসিকভাবে পিছিয়ে দেবে কিনা এমন প্রশ্নে রমেশের উত্তর, ‘টি-টোয়েন্টিতে কেউই ফেবারিট না। বিশেষত যখন দুই ওভার খারাপ হলে আপনি ছিটকে যাবেন, আবার ফিরতেও দুই ওভার লাগবে। আজকেও এমন হয়েছে। ম্যাচ এক ওভারের মধ্যেই বদলে যায়। যে নার্ভ ও প্রেশার ধরে রাখতে পারবে সেই চ্যাম্পিয়ন হবে। এটা এ দল হোক বা জেড।’

    মুর্শিদা বলেন, ‘ওদের বোলিংটাও শক্তিশালী। তিন বিভাগেই শক্তিশালী। আমরাও একই কাতারে। কারণ, আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর আমাদের ঘরের মাঠে খেলা। আমরা যদি তিনটা বিভাগেই ভালো করতে পারি ভালো কিছু হবে।’ বাংলাদেশের মুর্শিদা অবশ্য ভারতকে শক্তিশালী বললেও নিজেদেরও একই কাতারে রেখেছেন। তবে তাদের হারাতে হলে তিন বিভাগেই দিতে হবে সেরাটা, সর্বোচ্চ টা। তেমনটা মনে করেন এই ব্যাটার।

    এই ম্যাচে বাংলাদেশ নামতে পারে জয়ী একাদশ নিয়েই। হারের পর ভারত একাদশে আসতে পারে কয়েকটি পরিবর্তন। গ্রাউন্ড টু’র উইকেট নিয়ে প্রবল সমালোচনা থাকলেও মূল মাঠের উইকেট নিয়ে খুশি সব দলই। ভারত কোচও উইকেট নিয়ে তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। কোনো বিশেষ উইকেট নয় এটি। অর্থ্যাৎ স্পোর্টিং উইকেট।

    তবে দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নিলে যেকোন দলের জন্যই সুবিধা হবে। রান তাড়া করতে গেলে কিছুটা কঠিন তবে অসম্ভব নয়। আবহাওয়া বার্তায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

    কাগজ কলমে কিংবা শক্তি সামর্থ্যে ভারত বাংলাদেশ থেকে বেশ এগিয়ে। তাদের হারাতে হলে সর্বোচ্চটা নিংড়ে দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। পাকিস্তানের বিপক্ষে হারের পর মালয়েশিয়াকে উড়িয়ে দেয় বাংলাদেশ। এক ম্যাচ পরেই হিংস্ররূপে ফেরে নিগার সুলতানা জ্যোতির দল। আত্মবিশাসেও টগবগে। সেই ধারবাহিকতা ধরে রাখতে পারলে আবার পূরণ হতে পারে ভারতবধের স্বপ্ন।

    শীর্ষসংবাদ/নয়ন

    biggapon বিজ্ঞাপন

    Share this...

    বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
    ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০
    biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ  
  • আমাদেরকে ফলো করুন…